বিসিবির সংবর্ধনা পাচ্ছেন এমপি সাকিব-মাশরাফি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দ্বিতীয় দফায় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিজয়ী হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়া দুই তারকা ক্রিকেটারকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিজের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘তাদের দুজনকেই আমরা স্বাগত জানাই। বোর্ড মিটিং আছে সামনে, তাদের সংবর্ধনা দেয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনও ঠিক করিনি। ক্রিকেটে তারা যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছে, তেমনি এমপি হিসেবে নিজেদের এলাকাকেও এগিয়ে নেবে।’ আগে থেকে দুই তারকা ক্রিকেটারই নেতৃত্ব গুণসম্পন্ন ও পেশাদারী মনোভাবের বলেও উল্লেখ করেন জালাল, ‘মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। তার মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে। নতুন করে এবার সাকিবও এমপি হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।’ মাশরাফি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও সাকিব হলেন প্রথমবারের মতো। এছাড়া প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপারসন শফিউল আলম চৌধুরী নাদেল। যদিও তাকে সংবর্ধনার বিষয় নিয়ে আলাদাভাবে কিছু বলেননি জালাল ইউনুস। শুধু মনে করিয়ে দিয়েছেন নাদেল প্রথমবার নির্বাচিত হলেও, আগে থেকেই তিনি রাজনীতি করে আসছেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নড়াইল-২ আসন থেকে মাশরাফি এবং মাগুরা-১ আসন থেকে সাকিব বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দেখা গেলেও, ক্রিকেটাঙ্গনেও দেখা যাবে তাদের। বর্তমানে দুই ক্রিকেটারের মনোযোগ আসন্ন বিপিএল আসরের দিকে। রংপুর রাইডার্সের হয়ে এবারের আসরে খেলতে যাওয়া সাকিব এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন। তবে মাশরাফির পায়ে চোট রয়েছে, নির্বাচনের পরই তার সার্জারি করানোর কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। তাই তাকে এবারের বিপিএলে দেখা যাবে কি না, সেটির এখনও নিশ্চয়তা নেই।