অল্পের জন্য কোটা প্লেস মি রবিউলের আক্ষেপ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্যারিস অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেল শুটার রবিউল ইসলামের। কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলে মাত্র ০.৩ পয়েন্টের জন্য রবিউলের প্যারিস অলিম্পিকে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। গতকাল বুধবার বাংলাদেশ অংশ নিয়েছে এশিয়া অলিম্পিক বাছাই শুটিংয়ের দুটি ইভন্টে। এতে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে হাতছোঁয়া দূরত্বে থেকে বাদ পড়লেন রবিউল। অলিম্পিকের কোটা প্লেস পেতে হলে কমপক্ষে ফাইনাল রাউন্ডে উঠতেই হতো শুটারদের। কিন্তু ফাইনাল রাউন্ডে ওঠার লড়াইয়ে রবিউল করেন ৬২৮ পয়েন্ট। যেখানে সর্বশেষ প্রতিযোগী হিসেবে ইন্দোনেশিয়ার ফাথুর গুস্তাফিয়ান নিশ্চিত করেন অলিম্পিকের কোটা। ফাথুর করেছেন ৬২৮.৩ পয়েন্ট। বাছাই পর্ব উতরে চূড়ান্ত পর্বে যেতে পারলে রবিউলের সামনে থাকতো পদক জয়েরও সুযোগ। ছেলেদের ১০ মিটার রাইফেলে বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকি দুই শুটার জিদান হোসেন ও অর্ণব শারারও ভালো স্কোর করেননি। ৬২৫.৪ পযয়েন্ট স্কোর করে ৫৫ জনের মধ্যে ২১তম হয়েছেন জিদান। আর ৬২৩.৩ স্কোর করে ৩২তম অর্ণব। অন্যদিকে এই ইভেন্টে হতাশ করেছেন মেয়েরাও। শায়রা আরেফিন ৬২ জনের মধ্যে হয়েছেন ১৮তম। তিনি করেন ৬২৬.৮। জাফিরা খানম ২৭তম। তিনি করেছেন ৬২৫.১। সবচেয়ে বাজে করেছেন কামরুন্নাহার কলি। তার স্কোর ৬২৪। তিনি হয়েছেন ৩৪তম। এশিয়া থেকে অলিম্পিক কোটা পাওয়ার সুযোগ শেষ হলেও প্যারিসে যাওয়ার দরজা এখনো খোলা আছে বাংলাদেশের শুটারদের সামনে। এপ্রিলে ব্রাজিলে হবে শুটিং বিশ্বকাপ। যেখানে কোটার জন্য সারা বিশ্বের শুটারদের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই কাজটা বেশ কঠিন হবে রবিউল, অর্ণবদের জন্য।