ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জীবনের ইনিংসে রিভার সঙ্গে জুটি গড়লেন ইয়াসির

জীবনের ইনিংসে রিভার সঙ্গে জুটি গড়লেন ইয়াসির

২০২১ সালে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চৌধুরী ইয়াসির আলী রাব্বির। পরের বছর লাল সবুজ জার্সিতে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন তিনি। তবে এখনো জাতীয় দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করছে পারেননি। রয়েছেন আসা-যাওয়ার মধ্যেই। আর মাত্র কিছু দিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগেই জীবনের নতুন ইনিংস শুরু করছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। গত বুধবার বিয়ের পিঁড়িতে বসেন ২৭ বছর বয়সি এই ক্রিকেটার। পাত্রীর নাম রিভা আনজুম। ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, চট্টগ্রামের স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহী পদে কর্মরত আছেন পাত্রী রিভা আনজুম। ইয়াসিরের অবশ্য ব্যক্তিজীবনে আটকে থাকার সময় নেই। খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স।

ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। ইয়াসির রাব্বি জাতীয় দলের হয়ে দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। ক্রিকেটে হাডহিটার হিসেবে আলোচনায় আসেন ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি তিনি। অবশ্য একেবারেই যে ছিটকে গেছেন, তাও বলা যাবে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জপদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আর কিছুদিন পরই শুরু হবে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়ত প্রেরণা দেবে ইয়াসিরকে। এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরব প্রকাশ করেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত