শচীনের রেকর্ড ভাঙবেন কোহলি মত লয়েডের

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের যে রেকর্ডগুলোকে মনে করা হয় চিরস্থায়ী, তার একটি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলেই ধারণা অনেকের। যদিও বলা হয়, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।

ক্লাইভ লয়েডের যেমন বিশ্বাস, পূর্বসূরির এই রেকর্ডও ভেঙে দেবেন ভিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যানের পক্ষে যে কোনো কিছু সম্ভব বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি ৬৬৪ ম্যাচে।

তার থেকে এখনও ২০ সেঞ্চুরি দূরে আছেন কোহলি। ৫২০ ম্যাচে তার শতক ৮০টি। ৭১ শতক নিয়ে তিনে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলি ছাড়া আর কারো ৫০ শতকও নেই। কোহলির বয়স এখন ৩৫। তার যে ফিটনেস, আরও অন্তত তিন বছর তিনি শীর্ষ পর্যায়ে খেলে যেতে পারেন। এরই মধ্যে টেন্ডুলকারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।