এবারের বিপিএল থেকে যে প্রত্যাশা নির্বাচকদের

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেখতে দেখতে ঘনিয়ে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ। আর মাত্র পাঁচ দিন পরই মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএল নিয়ে অনেক সমালোচনা থাকলেও টি-টোয়েন্টির আসর দিয়ে বেশ কিছু খেলোয়াড়ও বের করে আনেন নির্বাচকরা। সেজন্য বছর ঘুরে বিপিএলের অপেক্ষায় থাকেন তারা। এবারও উত্তেজনাপূর্ণ বিপিএলের অপেক্ষায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার বিশ্বাস, ব্যাট-বলের ভারসাম্য লড়াইয়ে বিপিএল ভিন্ন মাত্রা ছড়াবে। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন একজন পেস অলরাউন্ডারের খোঁজে থাকবেন বলে জানালেন। গতকাল শনিবার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই নির্বাচক। সেখানে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘বিপিএলের গত আসরে তিন ভেন্যুতেই উইকেট ভালো ছিল। অনেক রান হয়েছে। আমরা চাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। মাঠের দায়িত্বে যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করেন। এবারও ভালো উইকেট হবে। আমরা আগে বিপিএলটা দেখতে চাই। এই বছর অনেক ম্যাচ আছে। ব্যাকআপ খেলোয়াড়ের দরকার। বিপিএলের বাইরেও বেশ কিছু সিরিজ রয়েছে। সব মিলে এসব জায়গায় ক্রিকেটারদের দেখার সুযোগ রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘এখন প্রতিটি দলেরই টানা খেলা রয়েছে। আমাদেরও সেভাবে চিন্তা করে এগোতে হচ্ছে। ইনজুরির কথা মাথায় রেখেই দলের পরিকল্পনা করতে হয়।’ পেস অলরাউন্ডার নিয়ে বাংলাদেশের আক্ষেপ চিরকালীন।

সবশেষ বাংলাদেশের ওই আক্ষেপের তালিকায় যুক্ত হয়েছেন সাইফউদ্দিন। ইনজুরি, পারফরম্যান্স ও ফিটনেস জটিলতায় সাইফউদ্দিন জাতীয় দল থেকে অনেক দূরে। ফলে নতুন করে খুঁজতে হচ্ছে একজন পেস অলরাউন্ডার। হাবিবুল একজন পেস অলরাউন্ডারের খোঁজে থাকবেন এবারের বিপিএলে, ‘আমাদের টি-টোয়েন্টি দল বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটসম্যান নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে।’ হাবিবুল বাশার আরও বলেছেন, ‘আশা করি, তারা একটু উপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি তাদের একটু উপরের দিকে ব্যাটিং দেবে। বেশি সময় ধরে ব্যাটিং করা দরকার। ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি।’ উল্লেখ্য, ১৯ জানুয়ারি শুরু হবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটি। শেষ হবে পহেলা মার্চ, ফাইনালের মধ্য দিয়ে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুরন্ত ঢাকার ম্যাচ দিয়ে ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল শুরু হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।