ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার ঘরোয়া ক্রিকেটও ছাড়লেন শন মার্শ

এবার ঘরোয়া ক্রিকেটও ছাড়লেন শন মার্শ

প্রায় চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন শন মার্শ। তবে ফ্রাঞ্চাইজিসহ টুকটাক ঘরোয়া ক্রিকেট খেলতেন তিনি। এবার সেগুলোও ছেড়ে দিলেন এই অজি তারকা। শন মার্শ জিওফ মার্শের ছেলে এবং মিচেল মার্শের বড় ভাই। গেল বছরের জুলাইতেই ৪০তম জন্মদিন পালন করেছেন শন মার্শ। মন চাইলেও বয়স আর শরীর তো উপযুক্ত নয় খেলার জন্য। এ কারণে শন মার্শ সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বিগব্যাশ লিগেই খেলবেন ক্রিকেট জীবনের শেষ ম্যাচ। গত শনিবার বিগব্যাশে তিনি খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। এরই মধ্যে তার ক্লাবের কোয়ালিফায়ারে ওঠার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে শন মার্শের দল। শেষ ম্যাচে জিতলেও লাভ হবে না। এবারের বিগ ব্যাশে শন মার্শের দল রেনেগেডস শেষ ম্যাচ খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। ওই ম্যাচটিকেই ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে নির্ধারণ করে নিয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চও খেলেন রেনেগেডসে। তিনিও শেষ ম্যাচ খেলে ফেলেছেন ১৩ জানুয়ারি। মেলবোর্ন স্টারসের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য ফিঞ্চকে জয় উপহার দিয়েছেন রেনেগেডস। ফিঞ্চের পথ ধরে বিগব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানকেন শট মার্শ। ইনজুরির কারণে এবারের বিগব্যাশ অনেক পরে শুরু করতে হয়েছিলো। তবুও মাত্র ৫ ম্যাচে ১৩৮.১৬ স্ট্রাইক রেটে, ৪৫.২৫ গড়ে তিনি রান করেছেন ১৮১। তিনটি হাফ সেঞ্চুরি করেন তিনি এর মধ্যে। এর মধ্যে ফিঞ্চের বিদায়ী ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে জয় এনে দেন এবং নিজে হলেন ম্যাচ সেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত