আবাহনী-মোহামেডান মাঠে নামছে আজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে লম্বা বিরতি শেষে কয়েক দিন আগেই মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টও। ভিন্ন দুই ম্যাচে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। দুপুর পৌঁনে ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে একই গ্রুপের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। গত বছর ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপের দুটি ম্যাচ শেষে জাতীয় নির্বাচনের কারণে বন্ধ ছিল খেলা। সূচি অনুযায়ী আজ মাঠে নামছে চার দল। আবাহনী ও মোহামেডানের এই গ্রুপটিকেই এবার বলা হচ্ছে ডেথ গ্রুপ। অন্য দুই গ্রুপে তিনটি করে দল থাকলেও ‘বি’ গ্রুপে চারটি। এই গ্রুপে শক্তিধর দুই ঐতিহ্যবাহী দল থাকায় লড়াইটাও সহজ হচ্ছে না। ফেডারেশনকাপে আজই প্রথম মাঠে নামবে ঢাকা আবাহনী। তাই এই টুর্নামেন্টে তারা কেমন করবে তা আগেই বলা যাচ্ছে না। তবে প্রিমিয়ার ফুটবল লিগে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে বলা যায় স্বরুপে ফিরতে চলেছে দলটি। লিগে প্রথম ম্যাচ ড্রয়ের পর ফর্টিজের কাছে হার হতাশই করেছিল আবাহনী সমর্থকদের। তবে গত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারানোর পর আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই ফেডারেশনকাপে খেলতে নামছে ঢাকার আকাশী হলুদ শিবির। লিগের পারফরম্যান্সের হিসেবে ব্রাদার্স ইউনিয়নকে আবাহনীর সহজ প্রতিপক্ষই বলা চলে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দু’টিতে হার আর একটি ড্র’তে লিগের পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে ব্রাদার্স। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবও এই মৌসুমে দুর্দান্তই খেলছে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী যে ফর্টিজের কাছে হার মেনেছিল, সেই দলটির বিপক্ষেই ২-১ গোলের জয়ে লিগ শুরু করেছিল মোহামেডান। পরের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আজ তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। যাদের অবস্থাও অনেকটা ব্রাদার্সের মতোই। লিগে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে তারা আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। তাই মোহামেডানের বিপক্ষে চমক দেখাতে তাদের নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে। গ্রুপপর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই টুর্নামেন্টের শেষ গ্রুপ ম্যাচেই আবাহনী ও মোহামেডান সমর্থকরা উপভোগ করতে পারবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রত্যাশিত দ্বৈরথ।