ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হার দিয়ে যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

হার দিয়ে যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা গেছেন বাংলাদেশের যুবারা। কিন্তু যুব এশিয়া কাপে চ্যাম্পিয়নদের প্রস্তুতিটা ভাল হলো না। প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে টাইগার যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে লাল সবুজের যুবারা। অথচ মাস খানেক আগেও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারিয়েছিল তারা। লঙ্কান যুবাদের বিপক্ষে বৃষ্টি আইনে ১১২ রানে হেরেছে বাংলাদেশ। গত রোববার প্রিটোরিয়াতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে খেলতে ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা আশিকুর রহমান শিবলি ফেরেন ১১ রানে। আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক করেন ১৫। তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন জিসান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ২৬ রান এসেছে তার ব্যাট থেকে। জিসান ফেরার পর আর কেউ দাঁড়াতেই পারেননি। সবমিলিয়ে ২ অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ৫ জন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর ম্যাচেও ফেরা হয়নি জুনিয়র টাইগারদের। বড় হার সঙ্গী হয়েছে তাদের। এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার পুলিন্দু পেরেরা ও ভিসেন হালামবেগ। ৩০ রান করে ভিসেন ফিরলেও ফিফটি পেয়েছেন পুলিন্দু। তাছাড়া মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন দিনুরা কালুপাহানা। তার ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৩৪ রান। বাংলাদেশের হয়ে ২৬ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ওয়াসি সিদ্দিকি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত