বসছে নতুন চেয়ার

নতুন রুপে সাজছে শেরে বাংলা স্টেডিয়াম

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র কয়েক দিন পরই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। তার আগে ঢেলে সাজানো হচ্ছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। পুরোনো চেয়ার সরিয়ে কিছু গ্যালারিতে বসানো হচ্ছে নতুন চেয়ার। এছাড়া বিভিন্ন জায়গা সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দেশের মূল স্টেডিয়াম এটি। অথচ ২৫ হাজার আসনের এই স্টেডিয়ামের বিভিন্ন অংশের আসন ভাঙা। বিশেষ করে স্টেডিয়ামের উত্তর-দক্ষিণ ক্লাব হাউস ও পূর্ব গ্যালারির আসন বেশি ভাঙা। এই দুই অংশে বসানো হবে সাড়ে ৭ হাজার চেয়ার। ১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচ। তার আগেই স্টেডিয়ামে নতুন চেয়ার বসানো হবে বলে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির গ্রাউন্ডস বিভাগের ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন বলেছেন, ‘পূর্ব গ্যালারিতে ৩৫০-এর মতো চেয়ার বসানো হবে। মূল সমস্যা উত্তর ও দক্ষিণের ক্লাব হাউস গ্যালারিতে। সেখানের ভাঙা চেয়ারগুলো সরিয়ে নতুন চেয়ার বসানো হবে।’