চোখের চিকিৎসা শেষে কাল ফিরছেন সাকিব

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সেই বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মাঝে খানিকটা সুস্থ হলেও, সম্প্রতি আবারও দেখা দিয়েছে তার চোখের সমস্যা। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে অস্বস্তিতে পড়েছিন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে গত রোববার রাতে লন্ডনে গেছেন বাংলাদেশের অধিনায়ক। তার লন্ডন চিকিৎসায় যাওয়া জন্ম দিয়েছে কিছু প্রশ্নের। দেশসেরা ক্রিকেট তারকা কি বিপিএলে শুরু থেকে খেলতে পারবেন? নাকি চোখের চিকিৎসার জন্য প্রথম দিকে কিছু ম্যাচ মিস করবেন? যদিও কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সাকিব যথাসময়েই ফিরে আসবেন এবং ২০ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবেন। রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের চোখে বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। সবকিছু ঠিক থাকলে সাকিব ১৮ জানুয়ারি দেশে ফিরে আসবেন।

তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ। সাকিবের বাংলাদেশে যে আপডেট ছিল, চোখে ফ্লুইড জমা ছিল। লন্ডনেও এনজিওগ্রাম করে একই রিপোর্টই পাওয়া গেছে। আজকেও একটা দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি তার বড় কোনো পরিবর্তন হবে না। স্ট্রেস ফ্রি জীবন কাটাতে হবে। সে ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে।’

এদিকে যানা গেছে এবার অধিনায়কত্ব করছেন না সাকিব আল হাসান। কিন্তু কী কারণে তিনি অধিনায়কত্ব করবেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন ইশতিয়াক সাদেক। রংপুর সিইও জানান, ‘এ মৌসুমে আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। কিন্তু সাকিবই আমাদের বলেছে সে অধিনায়কত্বের চাপ নিতে চায় না। এজন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়ক ঘোষণা করেছি।’