সমান ভোট পেয়েও যে কারণে দ্বিতীয় হালান্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গেল মৌসুমটা দারুণ কেটেছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের। ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি নিয়মিত গোলও করেছেন তিনি। এবারের ফিফা ‘দ্য বেস্ট’-এ মেসির মূল প্রতিদ্বন্দ্বিও ছিলেন তিনি। বিশ্বকাপজয়ী মেসির সমান ভোট পেয়েও দ্বিতীয় হতে হয়েছে হালান্ডকে। মূলত, ফিফা ‘দ্য বেস্ট’-এর একটি নিয়মের কারণেই অ্যাওয়ার্ডটি জিততে পারেননি সিটির তারকা এই ফুটবলার। স্থানীয় সময় সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ বিজয়ীদের নাম ঘোষণা করে ফিফা। ৪৮ পয়েন্ট নিয়ে হালান্ডের সঙ্গে লড়াই করে পুরস্কার জিতে নেন মেসি। ম্যানচেস্টার সিটির হালান্ডেরও পয়েন্ট ছিল ৪৮, কিন্তু ফিফা ‘দ্য বেস্ট’-এর নিয়মের কারণে সমান পয়েন্ট পেয়েও পুরস্কার জিততে পারেননি হালান্ড। ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের অধিনায়কদের ভোটে এগিয়ে থাকায় অষ্টমবারের মতন সেরার মুকুট পরেন মেসি। ফিফা দ্য বেস্টের রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতে বলা আছে, দুই বা তার অধিক কারো পয়েন্ট সমান হলে সেরা খেলোয়াড় নির্বাচনে জাতীয় দলের অধিনায়কদের ভোটে যিনি এগিয়ে থাকবেন তাকেই রাখা হবে শীর্ষে। অর্থাৎ জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দের ভোট (৫ পয়েন্ট) যে বেশি পাবেন, ওপরে থাকবেন তিনি। এবার সেরা খেলোয়াড় নির্বাচনে মোট ১০৭ জন অধিনায়ক ভোট দিয়েছেন মেসিকে। যেখানে কিলিয়ান এমবাপে, মোহামেদ সালাহ, লুকা মদ্রিচ, হ্যারি কেইন, ভার্জিল ফন ডাইক, জন ওবলাক, রবার্ট লেভানদোভস্কি, জিয়ানলুইজি দোনারুমা, সন হিউং-মিন, ক্রিস্তিয়ান পুলিসিক, ফেদেরিকো ভালভার্দে, রোমেলু লুকাকু, অ্যান্ড্রু রবার্টসন, ফ্যালকাও এবং গ্রানিট জাকার মতো তারকা খেলোয়াড়রাও রয়েছেন। বাংলাদেশের জামাল ভূঁইয়াও ভোট দিয়েছেন মেসিকে। অন্যদিকে হলান্ডের বাক্সে ভোট গিয়েছে ৬৪টি। অর্থাৎ হালান্ডের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।