চার দলের অনূর্ধ্ব-১৯ নারী সাফ ঢাকায়

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

তিন বছর আগে ঢাকায় বসেছিল দক্ষিণ এশিয়ান নারী ফুটবলারদের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালের ২২ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। আবারও ঢাকায় বসতে যাচ্ছে চার দলের সাফ অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। ২-৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ চার দল। বাকি দেশগুলো হলো- ভুটান, ভারত ও নেপাল। ২০২১ সালে প্রথম আসরে অংশ নেওয়া শ্রীলংকা এবার খেলছে না। ২ ফেব্রুয়ারি নেপাল, ৪ ফেব্রুয়ারি ভারত ও ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষ খেলবে স্বাগতিকরা। লিগ পর্বের সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।