টেস্ট ক্রিকেটের শেষ দেখতে চাই না : ব্রায়ান লারা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টির কারণে টেস্টের জৌলুশ হারাচ্ছে, প্রায়ই এমন কথা শোনা যায় ক্রিকেটপাড়ায়। এই অবস্থায় টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বাড়াতে একমাত্র ডে-নাইট টেস্ট ছাড়া দৃশ্যমান সেরকম কোনো পরিকল্পনা নেই কোথাও। অথচ এটাই ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট। ফলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সাবেক তারকা ক্রিকেটাররা, যার জন্য টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

আসন্ন নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দল পাঠানো টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে আবারও প্রশ্নবিদ্ধ করছে। দলের নিয়মিত মুখদের প্রায় সবাই নতুন করে শুরু হওয়া এসএ টোয়েন্টি খেলছেন। একই সাথে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেও অনেক নতুন মুখের সমাহার। মূলত ফ্রাঞ্জাইজি ক্রিকেটের অর্থের ঝনঝনানি নেপথ্যের কারণ। এজন্য অবশ্য ক্রিকেটারদের দোষ দিতে চান না লারা। কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, আমি কোনও ক্রিকেটারকে তাদের ভবিষ্যত সুরক্ষার জন্য নেয়া কোনো সিদ্ধান্তের বিপক্ষে বলতে পারি না! তাদের দোষ দিয়ে অনুশোচনা করতে পারি না। সব মিলিয়ে জাতীয় দলে নতুনদের আধিক্য বেড়ে গেছে; কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে খেলোয়াড়দের আগ্রহ দিন দিন কমছে। লারা আশা করছেন শুধুমাত্র তিন মোড়লকে প্রাধান্য না দিয়ে আইসিসি এমন কোনো মধ্যমপন্থা গ্রহণ করবে, যাতে বাকি দেশগুলোও উপকৃত হবে।