ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদো নেইমারের পর সৌদিতে নাদাল

রোনালদো নেইমারের পর সৌদিতে নাদাল

ফুটবল, ক্রিকেট, বক্সিং ও ফর্মুলা ওয়ানের পর এবার টেনিসে অর্থলগ্নি করছে সৌদি আরব। সে ধারায় এবার নিজেদের টেনিসকেও বিশ্বের সামনে তুলে আনতে চায় দেশটি। মধ্যপ্রাচ্যের দেশটিতে টেনিস ফেডারেশনের দূত হিসেবে যুক্ত হলে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি রাফায়েল নাদাল। সৌদি ফেডারেশন জানিয়েছে, এ দায়িত্বের অংশ হিসেবে বিশ্বের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় প্রতি বছর সৌদি আরবের টেনিস উৎসাহী শিশুদের সঙ্গে সময় কাটাবেন। এতে অনুশীলনের পাশাপাশি আগ্রহও বাড়বে ক্ষুদে টেনিস খেলোয়াড়দের। নাদাল নিজেও ক্রীড়াটির দূত হতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘দেশটির যেদিকেই তাকান দেখবেন উন্নতির ছোঁয়া। এর অংশী হতে পেরে আমি খুশি। নিজে খেলার পাশাপাশি বিশ্বব্যাপী টেনিসের উন্নয়নে কাজ করতে আগ্রহী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত