বডিবিল্ডিং ফেডারেশনে নির্বাচন কবে?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এক বছর ধরে খেলা নেই শরীর গঠনে। সবশেষ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এরপর গত বছরের জুনে অ্যাডহক কমিটি গঠিত হলেও পেরিয়ে গেছে আট মাস। এই সময়েও বডিবিল্ডারদের শারীরিক কলাকৌশল দেখানের সুযোগ মেলেনি। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও সে পথে হাটেনি অ্যাডহক কমিটি। উপরন্ত এখন শরীর গঠন ফেডারেশনের সভাপতি নেই, অ্যাডহক কমিটির আহ্বায়কও অবসরে। তাই নিজেদের শরীর ঠিক রেখে বিদেশে লাল সবুজের প্রতিনিধিত্ব করার স্বপ্নও ধূসর হতে শুরু করেছে বডিবিল্ডারদের। ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ায় ক্ষোভে পুরস্কারে লাথি মারেন জাহিদ হাসান শুভ, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব। এমন ঘটনায় শুভকে বহিষ্কারও করে ফেডারেশন। বিষয়টি গড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত। ডিসেম্বরের পর আর খেলা গড়ায়নি বডিবিল্ডারদের। সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় শরীর গঠন ফেডারেশনের কমিটি ভেঙে গত বছরের জুনে আদম তমিজী হককে সভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অ্যাডমিন) শেখ হামিম হাসানকে সাধারন সম্পাদক করে সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া পরিষদ। এরপর পেরিয়ে যাচ্ছে আট মাস। যমুনায় গড়িয়েছে অনেক জলও। সভাপতি আদম তমিজী হক কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জরিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হামিম হাসানও ডিসেম্বরে চলে গেছেন অবসরে। কিন্তু কেউ বডিবিল্ডারদের কথা ভাবেননি। এক বছর খেলতে না পেরে হতাশ তারা। ৮৫ কেজি ওজন-শ্রেণিতে তিনবারের মিস্টার বাংলাদেশ খেতাব জেতা শেখ জামাল হতাশা প্রকাশ করে বলেন, ‘একটি বছর হারিয়ে গেল আমাদের মধ্য থেকে। এতে অনেক ভাল ভাল বডিল্ডিার হারিয়ে গেছেন। যারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারতেন। এছাড়া এক বছর খেলা না থাকলে বা প্রতিযোগিতা না হলে একজন বডিবিল্ডারের শরীরের কন্ডিশনও ভাল থাকে না। আমাদেরতো সরকার থেকে কোন সহযোগিতা নেই, এখন খেলা না হলে কীভাবে নিজেদের শরীরকে আয়ত্বের মধ্যে রাখি।’ বাংলাদেশ জিম মালিক সমিতি ও বাংলাদেশ জিম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, ‘শরীরগঠন প্রতিযোগিতায় মূলত আমাদের জিমের ছেলে মেয়েরাই অংশ নিয়ে থাকে। করোনাকালে আমাদের জিমগুলোতে অনেক ভর্তুকি দিতে হয়েছে। এখন খেলা না থাকলে ছেলে মেয়েরা কিভাবে শরীরের কন্ডিশন ঠিক রাখবে? তাই তারা হতাশ হয়ে পড়ছে।’ অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক শেখ হামিম হাসান বলেন, ‘আমি ডিসেম্বরে অবসর নেওয়ার পর সব ছেড়ে দিয়েছি। তিন মাসের মধ্যে আমদের নির্বাচন দেওয়ার কথা থাকলেও তা পারিনি এবং খেলাও আয়োজন করা হয়নি এটা সত্যি।’

কমিটির সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আবুল হোসেন বলেন, ‘আমরা বেশ কটি সভা করেছি। যদিও খেলার আয়োজন করতে পারিনি। এখন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন। একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক নির্বাচন করে দিলে আমাদের কার্যক্রম শুরু করতে পারবো।’ উল্লেখ্য, সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ।