জামাল-মোরসালিনদের স্পন্সর হতে আগ্রহী তারা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন অর্থ সংকটে ভুগছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঠিকমতো স্পন্সরও মেলে না দেশের ফুটবলের এই নিয়ন্তা সংস্থার, যে কারণে বিদেশে এমনকি অলিম্পিকে দল পাঠানো থেকে বিরত থেকেছে বাফুফে। এমন পরিস্থিতিতেও গেল বছর দুর্দান্ত সময় পার করেছে লাল সবুজের ছেলেরা। জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনদের নজর কাড়া পারফরম্যান্সের পর আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জার্সিবার্ড’। তারা বাংলাদেশের কিট স্পন্সর হতে আগ্রহী। গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক হতে আগ্রহী আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। গত বুধবার বাফুফের কাছে আনুষ্ঠানিক প্রপোজাল প্রদান করে জার্সিবার্ড। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ প্রসঙ্গে বলেন, ‘তারা আমাদের কিট স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল প্রপোজাল পেয়েছি, আজ দেখব। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধা নেয়া হবে।’ জার্সিবার্ড ফিলিপাইন জাতীয় পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর। ফিলিপাইন ছাড়াও আরো কয়েকটি দেশের জাতীয় দল-ক্লাবে তাদের কিট পৃষ্ঠপোষকতা রয়েছে। বাফুফে ফিফা-এএফসি থেকে বছরে অনেক সময় নানা পণ্য পেয়ে থাকে। সেই পণ্য বাংলাদেশের শুল্ক আইনে অর্থ পরিশোধ করে ছাড় করতে হয়। কিট স্পন্সর গ্রহণ করলে সেই জার্সি ছাড়করণে শুল্ক ব্যয় কেমন হবে, সেটাও ভেবে দেখবে ফেডারেশন। আগে জাতীয় ফুটবল দলের স্পন্সর ছিল নকিয়ার মতো প্রতিষ্ঠান। দীর্ঘদিন পুরুষ ফুটবল দলে নেই কোনো পৃষ্ঠপোষকতা। বাফুফের মার্কেটিং বিভাগ স্পন্সর আনতে ব্যর্থ। গত বছর ফিফার নিষেধাজ্ঞার পর ফেডারেশনে আস্থার সংকটও তৈরি হয়েছে। পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতা না থাকলেও সাবিনা-সানজিদাদের অবশ্য রয়েছে। ঢাকা ব্যাংক প্রায় ছয় বছর বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক। গত বছর ঢাকা ব্যাংকের সঙ্গে যোগ হয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া জাপান ফুটবল অ্যাসোসিয়েশন, ইউনিসেফ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করছে।