ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজনীতি নিয়ে কী বললেন তামিম?

রাজনীতি নিয়ে কী বললেন তামিম?

ক্রিকেটার থেকে রাজনীতিক হয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। শুধু কি তাই, জাতীয় সংসদের সদস্যও নির্বাচিত হয়েছেন তারা। একই সঙ্গে ২২ গজেও ভূমিকা রাখছেন। কয়েক মাস ধরে ক্রিকেটের বাহিরে থাকা তামিম ইকবালের ভবিষ্যতে রাজনীতিতে আগ্রহ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে একটা সময় তামিম ইকবালের জবাব আসতো একদম সোজাসুজি। নিজের মতো করে উত্তর দিতেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তামিম সরাসরি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে আমার একফোঁটা ইচ্ছাও নেই। আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি।’ ক্রিকেটাঙ্গন থেকে ৫ বছরের ব্যবধানে দুজন সাংসদ নির্বাচিত হওয়া বিরাট কিছু। খেলার মাঠের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। পেয়েছেন গণমানুষের সমর্থন। এবার মাশরাফি ও সাকিবের মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা তামিম একেবারেই উড়িয়ে দিলেন না। খুব আগ্রহ না থাকলেও তামিম জানালেন, ভবিষ্যত নিয়ে এখনই তিনি অনুমান করে কিছু বলতে রাজি নন। বিপিএল মাঠে গড়ানোর আগে গণমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন দেশসেরা ওপেনার। সেখানে রাজনীতি প্রসঙ্গও উঠে যায়। উত্তরে তামিম বলেছেন, ‘এটা খুব রিস্কি একটা কথা (রাজনীতিতে আসা প্রসঙ্গে)। আমি এখন না বললাম, পরবর্তীতে দশ বছর পর হয়ে গেল। তখন এটা ধরে দেখায় দেবেন, আমি তো প্রথমে না বলেছিলাম। আপনি আগে ভাগে কিছু অনুমান করতে পারবেন না। কিন্তু এখন পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত