আজ কিংসের মুখোমুখি হচ্ছে শেখ জামাল

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আজ থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ রাউন্ডের খেলা। এদিন লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলা পৌঁনে তিনটায় বর্তমান চ্যাম্পিয়ন কিংসের মুখোমুখি হবে ধানমন্ডির অন্যতম জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে একই সময়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে লড়বে ফর্টিজ এফসি। গত মৌসুমের মতোই এবারও সপ্তাহে মাত্র দুই দিন প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করছে বাফুফে। এতে কিছুটা ছন্দ হারাচ্ছে লিগ।

ধারাবাহিকতা না থাকায় দর্শকদের আগ্রহও কমছে। তবে লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে খেলতে ক্লাবগুলোর আগ্রহের কোন কমতি নেই। তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে লিগে। তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। তবে এবারের লিগে তারাই একমাত্র অপরাজিত দল নয়। এখন পর্যন্ত হারের মুখ দেখেনি মোহামেডান ও রহমতগঞ্জও। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব তিন ম্যাচ খেলে জিতেছে দুটিতে, এক ম্যাচে ড্র করেছে তারা। সাত পয়েন্ট সংগ্রহ করেছে সাদা-কালোরা। গত রাউন্ডেই মোহামেডান ৫-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাদার্সের বিপক্ষে। কিংসের পর কোন দলের বড় সাফল্য এটি। চমক দেখিয়েছে পুলিশ ফুটবল ক্লাবও। ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা শেখ রাসেলের চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগে শুরু দুই রাউন্ডে ছন্দ হারানো ঢাকা আবাহনী স্বমূর্তিতে ফিরেছে তৃতীয় রাউন্ডেই। আগের রাউন্ডে ফর্টিস এফসির মতো কম অভিজ্ঞতা সম্পন্ন দলের কাছে হারলেও তৃতীয় রাউন্ডে শেখ জামালকে হারিয়েছে ঢাকার আকাশি-হলুদরা। তিন ম্যাচে তিন পয়েন্ট পুরান ঢাকার জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের। তারা রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে থাকা শেখ জামাল ও অষ্টম স্থানে থাকা ফর্টিসেরও ৩ পয়েন্ট। লিগের দশ দলের মধ্যে সব থেকে বাজে অবস্থা চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের। তিনটি করে ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি এই দুই দল। নবম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী ও দশম স্থানে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসার ব্রাদার্স ইউনিয়ন। দ্ইু দলই একটি করে ম্যাচ ড্র করে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে।