ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদামাটা আয়োজনে পর্দা উঠল বিপিএলের

সাদামাটা আয়োজনে পর্দা উঠল বিপিএলের

শুরুর কয়েক আসরে যার উদ্বোধনী ঘিরে এক সপ্তাহ আগে থেকেই উত্তেজনায় ভাসত দেশের ক্রিকেট পাগল তরুণরা। এখন আর সেই ঝাজ নেই বললেই চলে। ভক্তদের হয়তো আর রোমাঞ্চিত করে না এই টুর্নামেন্টে। যার প্রমাণ পাওয়া গেল এবারের আয়োজনে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ছিল না কোনো প্রচারনা। গণমাধ্যমে ছিল না কোনো বিজ্ঞাপন। অবশ্য শুরুর দিন উদ্বোধনী ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আঙিনা সাজানো দেখা গেছে। চারদিকে বিপিএলের ব্র্যান্ডিং। ফ্লাড লাইটের পিলারে-পিলারে বিপিএলের ব্যানার। আকাশে উড়ছে বিপিএলের ব্র্যান্ডিং করা গ্যাস-বেলুন। গ্র্যান্ড স্ট্যান্ডের কাছে লাল গালিচা বিছিয়ে তৈরি করা অস্থায়ী মঞ্চের পেছন দিকে রাখা হয় সারি সারি বেলুন। আর স্মোক কালার বোম্বগুলোর ব্যবস্থা করা হয় পূর্ব গ্যালারির প্রান্তে। সাদামাটা আয়োজনে গতকাল শুক্রবার বেলুন উড়িয়ে দশম আসরের উদ্বোধন করেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ‘আমি বিপিএল-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করছি’ মাইকে উদ্বোধনের ঘোষণা দেয়ার পর বোতাম টিপতেই একসঙ্গে উড়ে যায় বেলুন ও কালার বোম্ব। পুরোটা সময় বাজল বিপিএলের থিম সং। সব মিলিয়ে মিনিট দশেকের আয়োজনে হল বিপিএলের দশম আসরের উদ্বোধন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শিরোপাধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে দুর্দান্ত ঢাকা। টসের পরপরই সারা হয়েছে বিপিএল উদ্বোধনের ছোট আয়োজন। উদ্বোধনের পর দুই দলের ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা। নাজমুল হাসান পাপনের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং বিসিবি পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান। ছুটির দিনে হওয়ায় খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই মাঠে ঢুকতে থাকেন দর্শকরা। প্রথম বল মাঠে গড়ানোর আগেই মোটামুটি অর্ধেকের বেশি ভরে যায় গ্যালারি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরো বাড়তে পারে দর্শক উপস্থিতি। প্রায় দেড় মাস চলবে এই আসর। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১ মার্চ। খেলা হবে তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। মাঠে বসে বিপিএলের ম্যাচ দেখতে টিকিটের জন্য সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত