ভারত গেলেন রানজিতা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

রেফারি মাসফিয়া আফরিনের পর এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার লাইন-আম্পায়ারের দায়িত্ব পালন করতে গতকাল শুক্রবার ভারতে গেলেন বাংলাদেশের রাজনিতা চৌধুরী। ২১-২৭ জানুয়ারি পুনেতে, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ইন্দরে এবং ৩-৭ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে ডিব্লুটিএ ওমেন্স সার্কিট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেই লাইন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রানজিতা। প্রতিযোগিতা শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। রাজনিতা চৌধুরীকে আইটিএফের অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লাইন-আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লাইন-আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য আইটিএফ কর্তৃক নির্বাচিত করা হয়।