ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিংসের বড় জয়ের দিনে রহমতগঞ্জের ড্র

কিংসের বড় জয়ের দিনে রহমতগঞ্জের ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চতুর্থ রাউন্ডেও জয়যাত্রা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। গতকাল শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়নরা। টানা চতুর্থ জয় তুলে নিল পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করল তারা। কিংসের জয়ের দিনে পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ। একইদিন রাজশাহী স্টেডিয়ামে ফর্টিজ এফসি’র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পুরান ঢাকার দলটি। এদিন বসুন্ধরা কিংসকে জয় পেতে খানিকটা কষ্ট হয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য ছিল। প্রথমার্ধে কিংসের আক্রমণের জবাবে পাল্টা দেওয়ার চেষ্টা করেছে জামাল। কিন্তু কোনও দলই সফল হতে পারেনি। ২০ মিনিটে রবিনিয়োর শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ৭ মিনিট পর জামালের ইগর লেইতের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য যায় পোস্টের বাইরে। ৩৩ মিনিটে রবিনিয়োর দারুণ ব্যাক হিলে মিগেলকে পাস বাড়িয়ে বক্সে ঢুকে যান। মিগেল অবশ্য নিজেই চেষ্টা করেন, কিন্তু তার শট অনেকটা লাফিয়ে ওঠা গোলকিপার মেহেদি হাসান প্রীতমকে পেরিয়ে অল্পের জন্য ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে শেখ জামালের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় কিংস, কিন্তু গোল থেকে যায় অধরাই। বিরতির পর কিংসের একচেটিয়া প্রাধান্য বলতে হবে। ৫৮, ৬৮ ও ৭১ মিনিটে গোলকিপার মাহফুজ হাসান প্রীতম একাই তিনটি গোলের সুযোগ বাঁচিয়ে হতাশ করেন অস্কার ব্রুজনের দলকে। তবে শেষ ১১ মিনিটে আর পারেননি। একের পর এক গোল হজম করতে হয়েছে। ৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ক্রস ভাসিয়েছিলেন তা থেকে দোরিয়েল্তন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। ৮৫ মিনিটে জামালের হিগোর লেইতের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি। যোগ করা সময়ে মিগেলের দারুণ রক্ষণ চেরা পাস থেকে দোরিয়েলতন গোলকিপারের ওপর দিয়ে নিশানাভেদ করেন। এ নিয়ে লিগে সপ্তম গোল তার। একটু পর রবিনহো ফ্রি-কিক থেকে তৃতীয় গোল করে শেখ জামালকে আরও হতাশ করেন। ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন রবসন। টানা চার জয়ে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। কিংসের প্রতিদ্বন্দ্বি আবাহনী তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল শেখ রাসেলের বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা দৌড়ে আরো পিছিয়ে পড়বে লিগে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দলটি। রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রথমার্ধে স্কোরলাইন ছিল ১-১। ফর্টিজ লিড নেয়ার পর রহমতগঞ্জ সমতা আনে। দ্বিতীয়ার্ধে হয়েছে উল্টো। রহমতগঞ্জ লিড নেওয়ার পর সমতা আনে ফর্টিজ। চার রাউন্ড শেষে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এখনো অপরাজিত। চার ম্যাচই ড্র করে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ। ফর্টিজেরও সমান ৪ পয়েন্ট থাকলেও তাদের অবস্থান সপ্তম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত