সমস্যা হলে ব্যাগ গুছিয়ে চলে যাব : বার্সা কোচ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গত মৌসুমে লা লিগা জেতার পর এবার স্বপ্নের পরিধি আরো বেড়ে গিয়েছিল বার্সেলোনার। কিন্তু এবার সময়টা মোটেও ভালো যাচ্ছে না কাতালানদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লা লিগায় শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে। ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তাদের অবস্থান চারে। শীর্ষে থাকা দলের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে। তার ওপর গত ১৫ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরে বছরের প্রথম শিরোপা জয় থেকে বঞ্চিত হতে হয়েছে। শুধু হার বললে ভুল হবে। এল ক্লাসিকোর লড়াইয়ে একপেশে খেলেছে মাদ্রিদিস্তারা। জয়ের ব্যবধান ৪-১। এরপর গতকাল শুক্রবার কোপা দেল রের শেষ ষোলোতে ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কার বিপক্ষে মাঠে নামে জাভি হার্নান্দেসের দল। তবে সহজ প্রতিপক্ষ পেয়েও হোঁচট খেতে বসেছিল বার্সা। প্রথমে গোল হজম করে পরে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। তবে বার্সেলোনার ড্রেসিংরুমের পরিবেশ হয়ে উঠেছে উত্তপ্ত। অতীত হিসাব দেখলে কঠিন সময়ে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে জাভি হার্নান্দেস ভালোই করছেন। সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর কাতালান ক্লাবটিতে বিভক্তির খবর আসছে। জাভি অবশ্য নিজের জায়গায় স্পষ্ট, ফুটবলার যদি তাকে আর না চায়, তাহলে স্বেচ্ছায় সরে দাঁড়াতে চান তিনি। এল ক্লাসিকোর ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতা না গড়ে ৪-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এরপর ইএসপিএন তাদের সুত্রের বরাত দিয়ে জানায়, স্কোয়াডের একটি অংশ নাকি জাভির কোচিং স্টাইল নিয়ে অসন্তুষ্ট। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাই প্রশ্নের মুখে বার্সেলোনায় জাভির ভবিষ্যৎ। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো অবশ্য বলেছেন, যা বলা হচ্ছে তা স্রেফ গুজব। তবে খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে ২৫টি শিরোপা জেতা জাভি জানিয়েছেন, ব্যর্থ হলে ক্লাব এমনিতেই তাকে সরিয়ে দেবে। এছাড়া জাভি বলেন, ‘যেদিন আমার খেলোয়াড়রা আমাকে মেনে চলবে না, সেদিনই আমি ব্যাগ গুছিয়ে চলে যাব। কেউ যদি আমাকে বলে সমস্যা আছে, তাহলে আমি চলে যাব। আমি এই ক্লাবকে ভালোবাসি। আমি এখানে কিছু জিততে এসেছি। আমি যদি তা না করতে পারি, আমি বাড়ি চলে যাব। আমরা যদি গত বছর লা লিগা না জিততাম, তাহলে আমি এখনো এখানে থাকতাম না।’ ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। তার অধীনেই গত মৌসুমে ২০১৯ সালের পর নিজেদের প্রথম লা লিগা জেতে ক্লাবটি। এছাড়া গেল মৌসুমে রিয়ালকে হারিয়েই জেতেন স্প্যানিশ সুপার কাপ। চলতি মৌসুমে লা লিগায় চারে থাকা বার্সেলোনা এখনও টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে তে।