ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেই মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা হলান্ড

সেই মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা হলান্ড

অবশেষে পুরস্কারের দেখা পেলেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। গত সপ্তাহে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার হাতছাড়া হলেও প্রথমবারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এই পুরস্কার জয়ের পথে হলান্ড পেছনে ফেলেছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সুপারস্টারদের। ম্যানসিটির ‘ট্রেবল’ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ এক স্বীকৃতি পেয়েছেন হলান্ড। অসাধারণ এই প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত ২৩ বছর বয়সি ফরোয়ার্ড। ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন হলান্ড। ইংলিশ ক্লাবটি প্রথমবারের মতো জেতে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল। ক’দিন আগে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে মেসির কাছে হেরে যান হলান্ড। গ্লোব সকারের বর্ষসেরার লড়াইয়ে মেসিও ছিলেন। মোট ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। যেখানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পান হলান্ড। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পেয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। যিনি সদ্যই ফিফা দ্য বেস্টের পুরস্কারও জিতেছেন। এদিকে, বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিততে না পারলেও ভক্তদের বিচারে ফ্যানস ফেবরিট প্লেয়ার, মধ্য প্রাচ্যের সেরা খেলোয়াড় ছাড়াও ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানসিটি তারকা এডারসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত