এবার বিপিএল রেখে সিঙ্গাপুর গেলেন সাকিব

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনে নতুন অবতারে দেখা মিলেছিল তার। চশমা পড়ে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান। তবে শখ করে নয়, চোখের রেটিনার সমস্যার কারণে চশমা পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সমস্যা এতটাই বেশি ছিল যে, বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে চোখের চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছিলেন শীর্ষ এই অলরাউন্ডার। সেখান থেকে ফিরে বিপিএলে খেলতে নেমে ব্যাট হাত ২ রান করলেও বোলিংয়ে তাকে জুতসই দেখা গেছে। ১৬ রানে তিনি পান ২ উইকেট। তবে ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এবার বিশ্বখ্যাত এই অলরাউন্ডারের চোখের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছিল রংপুর রাইডার্সও। তারই ধারাবাহিকতায় এবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে সিঙ্গাপুরে গেলেন সাকিব। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে, কবে নাগাদ সাকিব দেশে ফিরবেন সেটা জানা যায়নি। ফলে বিপিএলের একাধিক ম্যাচ মিস করতে পারেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আরেকটি মত নেয়ার জন্য সে সিঙ্গাপুর যাচ্ছে।’ এখন রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ব্যস্ত থাকলেও চোখের চিকিৎসার জন্য সাকিবের এই সিঙ্গাপুর গমন বিসিবির তত্ত্বাবধানেই হচ্ছে। তিনি কবে নাগাদ ফিরতে পারেন, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রংপুর ফ্র্যাঞ্চাইজির কাছেও নিশ্চিত তথ্য নেই কবে নাগাদ ফিরতে পারেন সাকিব। তবে তাদের আপাতত পরিকল্পনা, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং খেলতে পারেন পরের ম্যাচেই।মিরপুরে আগামী মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর। মাঝে আছে আর দুই দিন। সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর রাইডার্সের কোচ সোহেল। তিনি বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’ তবে ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। সাকিবের এই ভোগান্তি অবশ্য প্রায় মাস দেড়েক ধরে। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চাপের কারণে চোখের সমস্যায় ভুগেছেন তিনি। যা প্রভাব ফেলেছিল তার ব্যাটিংয়েও। ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা গেছে বিশ্বকাপ চলার সময়। সেটি মূলত চোখের সমস্যার কারণেই। সমাধানের খোঁজে ভারতে বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ে চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। সে সময় চোখের ড্রপ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেটি কাজে লাগেনি খুব একটা।