ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্টেডিয়াম পরিদর্শন করবেন ক্রীড়ামন্ত্রী

স্টেডিয়াম পরিদর্শন করবেন ক্রীড়ামন্ত্রী

নতুন অভিভাবক পেয়েছে ক্রীড়াঙ্গন। গেল ১১ জানুয়ারি নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রীর দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন। তবে গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি। এদিন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মান এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা সভায় বসেন ক্রীড়ামন্ত্রী। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীকে স্টেডিয়ামগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করেন। প্রায় ঘন্টা দেড়েক সভার পর নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রতিবন্ধী স্টেডিয়ামের কাজ জুনের মধ্যে শেষ হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কর্মকান্ড চলমান রয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংশোধিত পরিকল্পনায় এই বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।’ দেশজুড়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ারেম রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই মাঠ ব্যবহার করবে কীভাবে সেটাও একটা বিষয়। সবার জন্য উš§ুক্ত থাকবে কিনা তাও একটা বিষয়। আমি চাই মাঠগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকলে সবাই খেলার সুযোগ পাবে।’

বঙ্গবন্ধু স্টেডিয়াম ইতোমধ্যে পাঁচ দশক পার করেছে। এরপরও আবার সেই স্টেডিয়ামে ১৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে স্পেন সরকার একটি প্রস্তাব দিয়েছিল। সেই বিষয়টিও জানা ছিল পাপনের, ‘স্পেন বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল এমনটি আমি শুনেছিলাম। কেন হয়নি সেই বিষয়টি আমার জানা নেই। যাই হোক এখন যেহেতু কাজ চলছে নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ প্রতিবন্ধী এবং মিনি স্টেডিয়ামও পরিদর্শন করতে চেয়েছি।’ ক্রিকেট বোর্ড নিজস্ব অর্থায়নে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করছে। সেই স্টেডিয়ামের কাজও বেশ জোরেসরে চলার কথা জানান বিসিবি সভাপতি ও নতুন ক্রীড়া মন্ত্রী, ‘পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে। এছাড়া দাবা, বিলিয়ার্ড, ভারোত্তোলনসহ পাঁচটি ফেডারেশন সেখানে থাকার কথা রয়েছে। এই ফেডারেশনের পরিবর্তে অন্যরাও আসতে পারে। এখনো চূড়ান্ত হয়নি। যারাই আসবে তাদের মতো করে সব কিছু করে দেয়া হবে।’ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে ৯টি ফেডারেশন ও একটি সংস্থার কর্মকর্তাদের ডেকেছেন মতবিনিময়ের জন্য। জানা গেছে, ওই দিন সাঁতার, অ্যাথলেটিকস, শুটিং, আর্চারি, ভারত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সভাপতি বা সাধারণ সম্পাদকের পাশাপাশি ৯টি ফেডারেশন ও একটি সংস্থাকে মতবিনিময় সভায় একজন বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। মতবিনিময়ে ফেডারেশনগুলো নতুন মন্ত্রীকে তাদের সংকট-সম্ভাবনার বিষয়গুলো উপস্থাপন করবে। পরদিন ফুটবল ও হকির কর্তাদের সঙ্গে বসবেন নাজমুল হাসান। জানা গেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশেকে (বাফফে) বুধবার বেলা ১১টার সময় সভায় উপস্থিত হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বাফুফের কর্তারা ১ ঘণ্টা মন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। এরপর ১২টা থেকে হকি ফেডারেশন মতবিনিময় করবে। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম এই দুই ফেডারেশনের সভাপতি বা সাধারণ সম্পাদক ছাড়াও একজন বাজেট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকে সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রটি আরও জানায়, নতুন ক্রীড়া মন্ত্রীর কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্রুততম সময়ের মধ্যে চাইবে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। তাই নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফুটবল ফেডারেশনের একজন সহ-সভাপতির প্রতিনিধিত্ব করার সম্ভাবনাই বেশি। অবশ্য সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত