জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে মাশরাফি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে দ্বিতীয় মেয়াদে এমপি হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল, সরকারের বড় কোনো পদ এবার পেতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

অনেকে ভেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে মন্ত্রিত্ব নয়, মাশরাফিকে দেয়া হয়েছে জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন ম্যাশ। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পালন করেন যারা, তাদের বলা হয় হুইপ। মাশরাফি দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন। শৃঙ্খলা রক্ষার পাশাপাশি চীফ হুইপের সঙ্গে আলোচনা করে অধিবেশনের সময় নির্ধারণ ও সংসদ সদস্যদের অধিবেশনে যোগদানের ব্যাপারে কাজ করতে হবে হুইপ মাশরাফিকে। সূত্র জানিয়েছে, চিফ হুইপ ও অন্যান্য হুইপদের নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।