ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন কোচ মনসুর আর নেই

চ্যাম্পিয়ন কোচ মনসুর আর নেই

বাংলাদেশের ডানা-গোথিয়া কাপ জয়ী কোচ মনসুর আহমেদ (৭৭) আর নেই। গত রোববার রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগ জটিলতায় ভুগছিলেন। ১৯৯০ সালে ইউরোপের ডেনমার্ক ও সুইডেনে বয়সভিত্তিক প্রতিযোগিতা ডানা-গোথিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ডানা-গোথিয়া কাপের কোচ ছিলেন মনসুর আহমেদ। মনসুর আহমেদ ৭০ ও ৮০ দশকে ঘরোয়া ফুটবলে আবাহনী ও ওয়ান্ডারার্সের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন। খেলোয়াড়ী জীবন শেষে বেছে নেন কোচিং। বিকেএসপির শুরুর দিককার কোচ হয়ে কাজও করছেন। ১৯৯০ সালে ইউরোপের দুই টুর্নামেন্ট ডানা-গোথিয়া কাপে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন হাসান আল মামুন। সেই টুর্নামেন্টে সেরা হওয়ার পেছনে কোচ মনসুরের অবদান সম্পর্কে বলেন, ‘আমরা তখন খুবই ছোট। ইউরোপে যাচ্ছি এই স্বপ্নে বিভোর ছিলাম। স্যারই আমাদের উদ্বুদ্ধ করেছিলেন, ‘এখানে চ্যাম্পিয়ন হয়ে দেশের মান সম্মান বৃদ্ধি করতে হবে।’ ডেনমার্কে ডানা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে হৈ চৈ পড়ে যাওয়ার দিনটি এখনো স্মরণীয় মামুনের, ‘আমরা ডেনমার্কের টুর্নামেন্টের জন্যই গিয়েছিলাম। ডেনমার্কে চ্যাম্পিয়ন হওয়ায় সুইডেনের গোথিয়া টুর্নামেন্টের সবাই মুগ্ধ হয়ে তারা আমাদের টুর্নামেন্টে যেভাবে হোক খেলাবেই। এরপর আমরা সুইডেনের গোথেন্সবার্গ স্টেডিয়াম যাই। যেখানে পেলে এসেছিলেন। তখনও স্যার আমাদের উদ্বুদ্ধ করেছিলেন, ‘চ্যম্পিয়ন হতেই হবে। গোথিয়া কাপেও আমরা চ্যাম্পিয়ন হই। ইউরোপে বাংলাদেশ সম্পর্কে সবার তেমন ধারণা ছিল না। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ একটি নতুন দেশ এটাও জেনেছিল অনেকে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত