ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট ‘বিশ্বাসযোগ্যতা’ হারাচ্ছে

ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট ‘বিশ্বাসযোগ্যতা’ হারাচ্ছে

ফুটবলারদের ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সবচেয়ে দামি ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। কয়েক দিন আগে ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ফিফার শীর্ষ এই পুরস্কার জেতার পথে টপকে গেছেন আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপ্পেকে। কিন্তু পুরস্কার বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬ বছর আগে সবশেষ এ দুটি পুরস্কার জেতা পর্তুগিজ মহাতারকার দাবি, ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সদ্যই দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বছরের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ৩৮ বর্ষী রোনালদো। ২০২৩ সালে ৫৪ গোল করে সবাইকে ছাপিয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর্লিং হালান্ড, কাইলিয়ান এমবাপ্পে, হ্যারি কেনদের সঙ্গে পাল্লা দিয়েছেন সিআর সেভেন। এত গোল করেও ২০২৩ সালের ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রোনালদো। খেলে চলেছেন- এমন ফুটবলারদের মধ্য সবচেয়ে বেশি গোলের মালিক মনে করেন, পুরস্কারের জন্য পুরো মৌসুমের গোল ‘সংখ্যা’ সবার আগে বিবেচনায় আনা উচিত। পর্তুগিজ ক্রীড়া সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন রোনালদো। বলেছেন, ‘ব্যালন ডি’অর আর দ্য বেস্ট বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। সংখ্যা কিন্তু বাস্তবতা। আমাদের পুরো মৌসুমকে বিবেচনায় নিতে হবে। আমি বলছি না যে মেসি বা হালান্ড কিংবা এমবাপে পুরস্কারটির যোগ্য ছিল না। আমি বলতে চাচ্ছি, এই পুরস্কারগুলোতে আমার আর আস্থা নেই।’ অন্যদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি সবশেষ জিতেছেন দুটি পুরস্কারই। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর ও কদিন আগে আবারও ফিফা দ্য বেস্ট জিতেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সালের ফিফা দ্য বেস্টের দৌড়ে একই সময়ে ব্যক্তিগত ও দলগত দিক থেকে বেশি সফল ছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে দলটিকে ট্রেবল জিতিয়েছেন আর্লিং হলান্ড। গোল ও অ্যাসিস্টের দিক থেকেও অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন নরওয়েজিয়ান তারকা। তবুও ব্যালন ডি’অর এবং ফিফা বেস্ট দুটো পুরস্কারই উঠেছে মেসির হাতে। তবে রোনালদো এসব তর্কে নিজেকে না জড়িয়ে বলছেন, ‘বলার অপেক্ষা রাখে না যে মেসি এটার যোগ্য ছিল না, হালান্ড বা এমবাপ্পেও। তবে সংখ্যাগুলো আছে এবং সংখ্যাগুলো প্রতারণা করে না। আপনাকে পুরো মৌসুমটি বিবেচনা করতে হবে।’ সবকিছু মিলিয়ে নিজের পারফরম্যান্সে অবশ্য বেশ খুশি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আর পর্তুগালে কী হয়েছিল আমার মনে আছে, মানুষ তো ধরেই নিয়েছিল আমি ফুরিয়ে গেছি। কিন্তু সত্য হচ্ছে, মনোযোগ ধরে রেখে আল নাসেরে দারুণ একটা বছর কাটিয়েছি। আর এ কারণেই ৫৪টি গোল পেয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত