ভারতের লিগে খেলতে আজ ঢাকা ছাড়ছেন সানজিদা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভারতের নারী ফুটবল লিগে খেলতে আগেই বেঙ্গালুরু গেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আজ তার অভিষেক হওয়ার কথা। সাবিনার পাশাপাশি আরেক ফরোয়ার্ড সানজিদা আক্তারও যাচ্ছেন লিগে খেলতে। গতকাল মঙ্গলবার ভারতের ভিসা হয়েছে তার। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে আজ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সানজিদার প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি। এই প্রথমবার দেশের বাইরে লিগে খেলতে যাচ্ছেন তিনি। ইস্ট বেঙ্গলের মতো দলে খেলতে পেরে দারুণ খুশি। ভিসা পাওয়ার পর সানজিদা বলেছেন, ‘অবশেষে আমি ভিসা পেয়েছি। কালই যাচ্ছি কলকাতায়। ওখান থেকে গোয়ায় যাবো। আসলে আমি অনেক খুশি। দেশের বাইরে খেলাটা স্বপ্নের মতো ছিল। তা পূরণ হতে যাচ্ছে।’ এই ইস্ট বেঙ্গল ক্লাবে ৯০ দশকে খেলেছেন মোনেম মুন্না, শেখ মো. আসলাম ও রিজভী করিম রুমি ও গোলাম গাউসের মতো খেলোয়াড়রা। ছেলেদের দলে খেলে তারা সুনাম কুড়িয়েছেন। এবার সানজিদার পালা। এজন্য চ্যালেঞ্জ অনুভব করছেন সাফজয়ী ফুটবলার, ‘মুন্না ভাইরা সেখানে খেলে সুনাম কুড়িয়েছেন। আমিও চেষ্টা করব, তাদের মতো কিছু করার। সবাই আমার জন্য দোয়া করবেন।’