ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মতবিনিময় সভা

ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে খুশি ফেডারেশনগুলো

ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে  খুশি ফেডারেশনগুলো

দুপুর দেড়টা বাজার আগেই আটটি ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার কর্তারা হাজির জাতীয় ক্রীড়া পরিষদে। উপলক্ষ্য নিজেদের দাবি-দাওয়ার কথা যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপির সামনে তুলে ধরা। দুপুর সোয়া দুটায় ক্রীড়া পরিষদে এসে নিজের রুমে গেলেন মন্ত্রী। আড়াইটায় সভাকক্ষে বসলেন ক্রীড়া ফেডারেশনগুলোর কর্তাদের সঙ্গে। কোন হইচই নেই। নতুন মন্ত্রীর কাছে একে একে আটটি ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা নিজেদের দাবি তুলে ধরেন। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ একটি আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন, ‘আমাদের দেশে একটি আন্তর্জাতিক মানের শুটিং কমপ্লেক্স প্রয়োজন। সেটাই বলেছি। মন্ত্রীতো অবাক, এতদিন হলো না কেন? আমি দেখব বিষয়টি। উনার আশ্বাস পেয়ে আমরা খুশি।’ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীর কথা, ‘প্রধামন্ত্রী বছরে ১ কোটি টাকা করে দিচ্ছেন। এর বাইরে তৃণমূলে জেলা ও উপজেলায় খেলার জন্য আমরা বাড়তি অর্থ চেয়েছি। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন।’ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফের কথা, ‘আমাদের কিছু সমস্যা ছিল, তা বলেছি। মন্ত্রী বলেছেন, এই অর্থ বছরে না হলেও পরবর্তী অর্থ বছরে চাহিদা মেটানো হবে।’ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ বলেন, ‘মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একটি রুমে আমাদের খেলার জায়গা ও অফিস সংকুলন হয় না। তাই আমরা মেয়েদের খেলার জন্য আলাদা জায়গা, অফিসের জন্য আলাদা রুম এবং আন্তর্জাতিক মানের কিছু ক্যারম বোর্ড চেয়েছি মন্ত্রীর কাছে। যাতে দেশব্যাপী খেলোয়াড় বাছাই করে আনা যায়। মন্ত্রী আশ্বাস দিয়েছেন।’ ভারোত্তোলকদের জন্য অনুশীলনের ভেন্যু চাইলেন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, ‘আমরা একটি ছোট্ট রুমে অনুশীলন এবং টুর্নামেন্ট করি। তাই আমরা নতুন মন্ত্রীর কাছে একটি ভেন্যু চেয়েছি। তিনি পূর্বাচলে পরিকল্পনার কথা জানিয়েছেন। এছাড়া পরে আবার নাকি প্রত্যেক ফেডারেশনের সঙ্গে বসবেন, তখন বাকিটা শুনবেন।’

বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকারের কথা, ‘যা আমরা পাই, তা হয়ে যাবে। তবে সময় মতো যা প্রয়োজন, তা চেয়ে নেবো। আবাহনী মাঠে আমাদের কোর্ট হচ্ছে। তাই আপাতত আমাদের কোনো সমস্যা নেই।’ সবার বক্তব্য শুনে ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসানের কথা, ‘আমিতো ভেবেছিলাম অনেক চাহিদা রয়েছে আপনাদের। কিন্তু যা শুনলাম, তাতে মনে হলো আমার কল্পনার মাত্র পাঁচ ভাগ চাহিদাও আপনাদের নেই। আবার কমপ্লেক্সের চাহিদাও কম না। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরে সমাধানের চেষ্টা করব।’ তবে সভায় টেবিল টেনিস ফেডারেশনের কর্তারা আসেনি। পরবর্তী ধাপে তারা আসবেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত