ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মিশরকে বড় দুঃসংবাদ দিলেন সালাহ

মিশরকে বড় দুঃসংবাদ দিলেন সালাহ

শুরুতে খুব বেশি গুরুতর মনে হয়নি মোহাম্মেদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোট। ধারণা করা হয়েছিল আফ্রিকান নেশনস কাপের প্রথম দুটি ম্যাচ মিস করলেও কোয়ার্টার ফাইনালে মিশর দলে ফিরবেন। কিন্তু মিশরকে বড় দুঃসংবাদই দিলেন সালাহর এজেন্ট। জানিয়েছেন, পুরো আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন সালাহ। সালাহর এজেন্ট রামি আব্বাস ইসা জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে সালাহর। আফ্রিকান নেশনস কাপের বাকি ম্যাচগুলো মিস করার সঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারির ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিও মিস করতে পারেন লিভারপুল ফরোয়ার্ড। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে উন্নত চিকিৎসার জন্য এই সপ্তাহেই লিভারপুল যাওয়ার কথা সালাহর। সেখান থেকে চিকিৎসা শেষ করে সেমিফাইনালে যেন ৩১ বছর বয়সী এই তারকাকে দলে পায়, সেই প্রত্যাশা এখনো রয়েছে মিশর টিম ম্যানেজমেন্টের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস ইসার লেখেন- ‘মোহাম্মদের চোট প্রথমে যেমন ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি গুরুতর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত