ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘আমাগো বাসায় স্বাগতম, সানজিদা!’

‘আমাগো বাসায় স্বাগতম, সানজিদা!’

প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। ইস্টবেঙ্গলেরও প্রথম বিদেশি নারী ফুটবলার হওয়ারও গৌরব অর্জন করেছেন তিনি।

ক্লাবটির হয়ে ভারতের নারী ফুটবল লিগে অংশ নিতে গত বুধবার সন্ধ্যায় কলকাতা পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের এই উইঙ্গার। বিমানবন্দরে সানজিদাকে ফুল দিয়ে বরণ করেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কর্মকর্তারা। সেই ছবি ইস্টবেঙ্গল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে ‘আমাগো বাসায় স্বাগতম, সানজিদা!’ এদিকে ভারতের নারী লিগে খেলছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট ফুটবল ক্লাবে। বুধবার এই ক্লাবের জার্সিতে অভিষেক হয়েও গেছে দক্ষিণ এশিয়ার এই গোলমেশিনের।

অভিষেক ম্যাচে সাবিনা খাতুন ৮৭ মিনিট খেলেছেন। তার দল গোলশূন্য ড্র করেছে এই ম্যাচে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনাদের ক্লাব। সানজিদাদের ইস্টবেঙ্গল এফসির পরের ম্যাচ ৩০ জানুয়ারি কলকাতায় স্পোর্টস ওড়িশার বিপক্ষে। এ ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে পারে বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্লের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত