ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হকিতে অনিশ্চিত চ্যাম্পিয়ন মেরিনার্স!

হকিতে অনিশ্চিত চ্যাম্পিয়ন মেরিনার্স!

শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগের দলবদল। আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এই দলবদল অনুষ্ঠিত হবে। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংসের (মেরিনার্স) দলবদলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলবদল পেছানোর জন্য গত বুধবার হকি ফেডারেশনে চিঠি দিয়েছে ক্লাবটি। একদিন পেরিয়ে গেলেও চিঠির কোনো উত্তর পায়নি ক্লাব। তাহলে কি এবারের লিগে অংশ নেবে না বর্তমান চ্যাম্পিয়নরা? মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা দলবদলের পেছানোর কারণ সম্পর্কে বলেন, ‘আর্থিক সংকটের জন্য আমরা দলবদল পেছানোর অনুরোধ করেছি ফেডারেশনের কাছে। কিছু সময় না পেলে আমাদের দল গঠন করা সম্ভব হচ্ছে না।’ হকি ফেডারেশনের সদস্য ও লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না মেরিনার্সের চিঠি সম্পর্কে বলেন, ‘গতকাল তাদের চিঠি পেয়েছি। ইতোমধ্যে দলবদলের কার্যক্রম (টোকেন প্রদান) শুরু হয়েছে।’ দলবদলের পাঁচ দিন আগে টোকেন তোলা নিয়ে প্রশ্ন রাখলেন রানা, ‘দলবদলের নির্ধারিত দিনক্ষণ ৩১ জানুয়ারি। তার পাঁচ দিন আগে (বৃহস্পতিবার) কেন খেলোয়াড়দের সঙ্গে এসে কর্মকর্তারা টোকেন তুলছেন। এটা কিসের লক্ষণ? প্রথমেই যদি এমন অরাজকতা দিয়ে লিগ শুরু হয়, তাহলে লিগের ভবিষ্যত কি তা অনুমেয়।’

লিগ কমিটির সভায় মেরিনার্স ক্লাবের প্রতিনিধিও ছিলেন। সেই সভায় সিদ্ধান্তের দশ দিন পর বুধবার চিঠি দেয়ার কারণ সম্পর্কে রানার ব্যাখ্যা, ‘মেরিনার্সের আবাহনী ও মোহামেডানের মতো সামর্থ্য নেই। সীমিত সাধ্যের মধ্যে আমাদের হ্যান্ডবল, টিটি, ক্রিকেট ও হকি দল গঠন করতে হয়। আমাদের ক্লাব সভাপতি পারিবারিকভাবে (অসুস্থতাজনিত) ব্যস্ত। হকি কমিটির চেয়ারম্যানও চিকিৎসাধীন। আবার নির্বাচন পরবর্তী সময়ও চলছে। এই প্রেক্ষাপটে আমাদের দলগঠন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।’ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদের হকি অঙ্গনের উত্থান মেরিনার্স থেকেই। ২০১৬ সালে মেরিনার্স হকিতে প্রথম লিগ চ্যাম্পিয়ন হয়। সেই সময় মেরিনার্সের হকি কমিটির চেয়ারম্যান ছিলেন মমিনুল হক সাঈদ। সাঈদকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের তখতে বসানোর নেপথ্যে অবদান ছিল মেরিনার্সেরই। সেই সাঈদের সাধারণ সম্পাদক থাকাবস্থায় মেরিনার্সের লিগে অংশগ্রহণ না করলে বিষয়টি বড়ই দৃষ্টিকটু। যদিও ২০১৯ সালের হকি ফেডারেশনের নির্বাচনে মোহামেডানের কাউন্সিলর হয়ে নির্বাচন করেছিলেন সাঈদ। ৪ বছর পর পুনরায় নির্বাচনে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরশিপ পেয়ে ফের এই পদে নির্বাচিত হন। প্রথমবারের মতো দলবদলের অনেক আগেই টোকেন দেয়া প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ বলেন, ‘এবার একটু এভাবে শুরু করা হয়েছে গতবারের অভিজ্ঞতা থেকে। গতবার কয়েকজন খেলোয়াড় নিয়ে দুই ক্লাবের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। খেলোয়াড় এবং ক্লাব দুই পক্ষের স্বার্থ রক্ষার্থে এবার এই পদ্ধতি নেয়া হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত