বার্সাকে হারিয়ে সেমিতে বিলবাও

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ম্যাচের ৩৮ সেকেন্ডে গোল হজমের পর ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৭ মিনিটের মধ্যে দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে এগিয়েও যায় তারা। তবে ধরে রাখতে পারেনি ব্যবধান। ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে সেখানে বাজিমাত করল আথলেতিক বিলবাও। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে কোপা রেল রের সেমিফাইনালে উঠল এরনেন্তো ভালভেরদের দল। বিলবাওয়ের মাঠ সান মামেসে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে ৪-২ গোলে হেরে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ে ২-২ সমতা ছিল। গোর্কা স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর সমতা টানেন রবের্ত লেভানদোভস্কি। লামিনে ইয়ামালের চমৎকার গোলে সফরকারীরা লিড নেয়ার পর সমতা ফেরান ওইহান সানসেত। অতিরিক্ত সময়ে ইনাকি উইলিয়ামস বিলবাওকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান তার ভাই নিকো উইলিয়ামস। প্রথম মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তাদের একজন বলের নিয়ন্ত্রণ হারালেও বাঁ দিক দিয়ে আক্রমণ শাণায় বিলবাও। বক্সে আলগা বল ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি সফরকারীদের ডিফেন্ডাররা।ডান পায়ের হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা। ২২তম মিনিটে আরেকটি ধাক্কা খায় বার্সেলোনা। চোট পেয়ে কান্নাভেজা চোখে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। তার জায়গায় নামানো হয় ১৭ বছর বয়সি রাইট-ব্যাক এক্তর ফোর্তকে। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি যারা, সেই বার্সেলোনা পরের ৭ মিনিটে দুটি শট নিয়ে দুটিতেই পায় জালের দেখা। প্রথমটায় ছিল অবশ্য ভাগ্যের ছোঁয়া।