সিতোরিউ কারাতের ভিন্ন উদ্যোগ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশে আত্মরক্ষামূলক পদ্ধতির মধ্যে অন্যতম সিতোরিউ কারাতে। আন্তর্জাতিক অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছে আত্মরক্ষামূলক এই পদ্ধতি। নতুন কারাতেকা, কোচ, জাজ ও রেফারি তৈরি করতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিতো-রিউ কারাতে ফেডারেশন। দেশের ২৫ জেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের কাতা ও কুমিতে ইভেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে আন্তর্জাতিক সিতো-রিউ কারাতে সেমিনার। সিতো-রিউ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সিহান মোস্তাফিজুর রহমান জানান, শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এই সেমিনার পরিচালনার জন্য জাপান থেকে এসেছেন সিহান নরউকি আইস ও হাদিতমো কাননো।