আজ চেন্নাই যাচ্ছেন শুভ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ডায়াগনোসিস করতে হবে আগে। তারপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কি করা যায়। অবস্থা বেগতিক হলে ছুরি-কাচির নিচেও যেতে হতে পারে। সে জন্য অর্থের সংকুলান তো রয়েছেই। এমন অনিশ্চিত এক হাহাকার নিয়েই আজ ভারত যাচ্ছেন ব্রেন টিউমারে আক্রান্ত সাবেক হকি খেলোয়াড় মওদুদুর রহমান শুভ। সকাল পৌনে ১১টায় চেন্নাইয়ের বিমান ধরবেন তিনি। শুভর সঙ্গী হচ্ছেন তার বন্ধু মশিউর রহমান বিপ্লব। ‘ব্রেন টিউমারে আক্রান্ত শুভ হারতে চান না’- এমন শিরোনামে খবর প্রকাশের পর দেশজুড়ে আলোচনা শুরু হয় শুভকে নিয়ে। তার অসুস্থতার খবর চাউর হতে থাকে। সবাই তার খোঁজখবর নেন। অনেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। সেই আশ্বাসের উপর ভিত্তি করেই আজ চেন্নাইয়ে যাচ্ছেন তিনি। শুভর কথায়, ‘চেন্নাইয়ের হাসপাতালের সঙ্গে কথা হয়নি। তবে চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে। ওনারা আগে আমার ডায়াগনোসিস করাবেন। সেখানে কি রিপোর্ট আসে তা দেখে সিদ্ধান্ত নেবেন তারা।’ শুভ যোগ করেন, ‘বিপ্লবকে নিয়ে আপাতত তিন সপ্তাহের জন্য যাচ্ছি। প্রয়োজন মনে করলে ছোট ভাইকে ডেকে নেবো। পরিবারকে নিতে পারছি না, কারণ ঘরে দুটি ছোট বাচ্চা রয়েছে।’ আর্থিক সংকটের কথাও জানালেন শুভ, ‘কিছু সহযোগিতা পেয়েছি। আবার ঋণও করেছি ব্যক্তিগতভাবে। তবে বড় অংকের অর্থ পাইনি কোথাও থেকে। যদি ওগুলো পাই, তাহলে সার্জারির প্রয়োজন হলে সেটাও করে ফেলবো।’