ফ্রান্স ইনডোর থেকে ইমরানুরের বিদায়

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত বছর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইমরানুর রহমান। ৬.৫৯ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছিলেন। সামনে একই টুর্নামেন্ট। ১৭-১৯ ফেব্রুয়ারি ইরানের তেহরানে অনুষ্ঠিত হবে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ। আগের আসরের স্বর্ণ অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর প্রবাসী এই অ্যাথলেট। তাই ইংল্যান্ডে নিবিড় প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই ফ্রান্সের একটি টুর্নামেন্টে অংশ নিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব। গত শুক্রবার ফ্রান্সের ইনডোর টুর্নামেন্টে ফাইনাল না খেললেও ইরানের ফাইনালে অংশ নেয়ার ব্যাপারে জোর আশাবাদী। ৬০ মিটার ইনডোর স্প্রিন্টে ইমরান সেমিফাইনালে উঠেন ৬.৭৩ সেকেন্ড টাইমিং করে। তার হিটে তিনি তৃতীয় হন। সেমিফাইনাল থেকে অবশ্য ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের এই দ্রুততম মানব। ৯-১০ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় অ্যাথলেটিকস। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা রয়েছে ইমরানুর রহমানের। ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে খেলা এবং এর কিছু দিনের মধ্যেই আবার ইরানে যাওয়া খানিকটা ঝক্কি। তবে এই সূচি নাকি ইমরানই করেছেন বললেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ‘ইমরান তার আসন্ন সূচি চূড়ান্ত করেছে। জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে সে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসতে পারে।’ গত বছর এশিয়ান ইনডোরে ইমরানুর রহমান সঙ্গে ছিলেন আরেক স্প্রিন্টার শিরিন আক্তারও। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের কয়েকজন অ্যাথলেটের নিবন্ধন থাকলেও শেষ পর্যন্ত ফেডারেশন ক’জনকে পাঠায় সেটাই দেখার বিষয়।