ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খৈ খৈয়ের চমক

খৈ খৈয়ের চমক

পাহাড়ি এলাকা থেকে উঠে আসা এক মেয়ে খৈ খৈ মারমা। টেনিসের টেবিলে একের পর এক চমকের জš§ দিচ্ছেন। এবার তার কাছে ধরাশায়ী হয়েছেন অনেকবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনম সুলতানা সোমা। গতকাল রোববার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের কোয়ার্টার ফাইনালে খৈ খৈ মারমা সরাসরি ৩-০ সেটে সোমাকে হারিয়ে দেন। ২০ বছর পর কোন টুর্নামেন্টের শেষ আট থেকে বিদায় নিলেন সোমা। অন্য কোয়ার্টার ফাইনালে সাদিয়া আক্তার মৌ ৩-০ সেটে রেশমি তঞ্চঙ্গাকে, সামান্থা তুষি ৩-০ সেটে রহিমা আক্তারকে এবং সালেহা সেতু ৩-১ সেটে ঐশি রহমানকে হারিয়ে দেন। বালিকা অনূর্ধ্ব-১৯ এককেও সেমিফাইনালে উঠেছেন খৈ খৈ মারমা। শেষ চারে তার সঙ্গী হয়েছেন রেশমী তঞ্চঙ্গা, ঐশি রহমান ও সামান্থা তুষি। অন্যদিকে বালক অনূর্ধ্ব-১৯ একক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তামিম, সাকিব, জয়, মনিরুল, প্রমীদ, তুবা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত