আচরণবিধি ভেঙে শাস্তির কবলে বুমরাহ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপটা বেশ বাজে কেটেছে ইংল্যান্ডের। আইসিসির মেগা টুর্নামেন্টে ভরাডুবির পর ফের ভারত সফরে এসেছে ইংলিশরা। রোহিত শর্মার দলের বিপক্ষে পাচ ম্যাচ টেস্ট সিরিজের শুরুতেই সাফল্যও পেয়েছে সফরকারীরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওলি পোপের দ্বি-শতক ছোঁয়া ইনিংসের পর টম হার্টলির বিধ্বংসী বোলিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে বেন স্টোকসের দল। প্রথম টেস্টে জিতে পাচ ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ইংলিশরা। তবে হায়দরাবাদে এই টেস্টে এগিয়ে ছিল ভারতই। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ম্যাচে ফেরান পোপ। পরে বল হাতে জয় নিশ্চিত করেন হার্টলি। এদিকে জয়ের পথে থাকা ম্যাচ হারের পর আরো এক দুঃসংবাদ পেয়েছে রোহিতের দল। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন ভারতের তারকা পেসার জ¯প্রীত বুমরাহ। ভারতীয় পেসারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে যখন দৌড়ে রান নিতে গিয়েছিলেন পোপ, তখন ইংলিশ এ ব্যাটারের সামনে গিয়ে তার পথে বাধা সৃষ্টি করেছিলেন বুমরাহ। ৮১তম ওভারের সেই ঘটনার দায়েই শাস্তি পেয়েছেন এই পেসার। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, সংস্থাটির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন বুমরাহ। গত দুই বছরের মধ্যে এবারই প্রথম আইসিসির শাস্তি পেলেন বুমরাহ। এই ঘটনায় ভারতীয় পেসারের নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করেছেন বুমরাহ। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আগামী শুক্রবার বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে মাঠে নামমে দুই দল।