ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে সেই ব্যাট উপহার দিলেন মিরাজ

সাকিবকে সেই ব্যাট উপহার দিলেন মিরাজ

ইমরুল কায়েস-মেহেদী হাসান মিরাজের ক্রিকেট সরঞ্জামের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’ আইসিসির স্বীকৃতি পেয়েছে আগেই। বাংলাদেশ যুব বিশ্বকাপের ৮ খেলোয়াড়ের সঙ্গে এক বছরের বিজ্ঞাপনী চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের চার তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ৪টি ব্যাট উপহার দিয়েছে এমকেএস। সে সময় চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা সাকিব আল হাসানকে ব্যাটটি দেয়া যায়নি। এমকেএস স্পোর্টসের সহ-স্বত্বাধিকারী হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন জানিয়েছিলেন মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম ভাইকে ব্যাট দিয়েছি। সাকিব ভাই দেশে নেই, আমরা তার ব্যাটটা দেশে ফিরলে দিতে চাই।’ এবার দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিবের হাতে উপহারের ব্যাটটি তুলে দিলেন মেহেদী হাসান মিরাজ। গতকাল সোমবার সিলেটে একই সঙ্গে অনুশীলন করেছেন মিরাজের ফরচুন বরিশাল ও সাকিবের রংপুর রাইডার্স। এ সময় সাকিবের হাতে নিজ প্রতিষ্ঠানের ব্যাট তুলে দেন মেহেদী হাসান মিরাজ। গত ১২ ডিসেম্বর প্রথম বাংলাদেশি ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছে ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের ব্র্যান্ড এমকেএস স্পোর্টস ব্যাট। ইমরুল-মিরাজ ছাড়াও তাদের সঙ্গে আছেন রাজশাহীর ব্যাটের ডাক্তার খ্যাত আফতাব শাহীন। তিনজনের নামের অদ্যাক্ষর দিয়ে তৈরি হয়েছে এমকেএস স্পোর্টস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত