বিপিএল ছাড়লেন মাশরাফি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা এখনও জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। লাল সবুজের জার্সিতে আর মাঠে না নামলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরেও খেলছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার। পায়ের পুরোনো চোট, ফিটনেসে ঘাটতিতে এবারের আসরে খেলার আদর্শ অবস্থায় ছিলেন না মাশরাফি। ফলে তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেন। তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে সামনের ম্যাচগুলোতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে আর মাঠে দেখা যাবে না তাকে। ধারনা করা হচ্ছে এখানেই বিপিএল ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে পারেন সাবেক এই তারকার। তবে সময়-সুযোগ বুঝে ফেরার পথও খোলা রেখেছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন সংসদের অধিবেশন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। সেদিনই বিপিএলে টানা পঞ্চম ম্যাচ হারে তার দল সিলেট। পরদিন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মাশরাফি। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চলমান দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়ে সংসদে হুইপের দায়িত্বে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সময়সূচির মধ্যে সুযোগ থাকলে মৌসুমে স্ট্রাইকার্সের হয়ে খেলতে পারেন মাশরাফি। মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক ঘোষণা করে আরও জানিয়েছে, ‘মাশরাফির অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত টুর্নামেন্টে দলের প্রতি তার প্রতিশ্রুতির জন্য মাশরাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি এবং যখন তিনি সক্ষম হবেন তখন তাকে ফিরে পাওয়ার জন্য উন্মুখ।’ চলতি বিপিএলে এবার সময়টা ভালো যাচ্ছিল না মাশরাফির। তার দল পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। ফিটনেসের ঘাটতি দেখা দিয়েছে স্পষ্টভাবে। কেবল ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই খেলছিলেন তিনি। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। ব্যাট হাতেও কিছু করতে পারেননি। গেল আসরে বল হাতে বেশ অবদান রেখেছিলেন মাশরাফি। তবে এবার তেমনভাবে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। মাশরাফির বিবর্ণ পারফরম্যান্সে খুবই বাজে অবস্থা সিলেটেরও। আসরে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। সবগুলো ম্যাচে বোলিংও করেননি মাশরাফি। বোলিং করলেও শর্ট রান আপে দৌড়াতে দেখা গেছে তাকে। বিপিএলে তার খেলা নিয়ে এর আগে সমালোচনা করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও আকরাম খানরা।