ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হকির দলবদল শুরু

হকির দলবদল শুরু

সেরা খেলোয়াড়দের অনানুষ্ঠানিকভাবে আগেই নিজেদের দলে ভিড়িয়েছে ক্লাবগুলো। তবে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল বুধবার। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ক্লাবের কাউকেই দলবদল করতে দেখা যায়নি মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কার্যালয়ে। তবে বিভিন্ন ক্লাবের পক্ষে টোকেন সংগ্রহ করেছেন খেলোয়াড়রা। সন্ধ্যা নাগাদ ৪০ জন খেলোয়াড় নিজেদের টোকেন নিয়েছেন। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ দলবদলে কোনো ক্লাব পাননি জাতীয় দলের গোলকিপার অসীম গোপ। এবার অবশ্য তাকে নিয়েছে শক্তিশারী ঊষা ক্রীড়া চক্র। হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সার্ভিসেস দলের সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে দলে নিতে পারবে ক্লাবগুলো। গোলকিপাররা সাধারণত এই নিয়মের বাইরে থাকেন। সেই নিয়মের মধ্যে থাকায় গত আসরে আটকে গিয়েছিলেন অসীম। এবার দল পেয়ে খুশি তিনি। অসীমের কথায়, ‘গতবার টোকেন নিয়েও খেলতে পারিনি মোহামেডানে। পুরো গত লিগ না খেলার কারণে অনেক ক্ষতি হয়েছে। এ বছর আমি ঊষা ক্রীড়াচক্রে খেলব। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ঊষাকে চ্যাম্পিয়ন করাতে।’ ঊষা এবার তারুণ্য নির্ভর দল। অসীম ছাড়াও এই দলে খেলছেন তাহের আলী, আরশাদ, তাহসিন আলী, হাসান যুবায়ের নিলয়, মাহবুব, সোহানুর রহমান। গত বছর মোহামেডানে খেলা অন্যতম তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলাম এবার খেলবেন আবাহনীর হয়ে। গতবারের দল থেকে আবাহনী ছেড়ে দিয়েছে আরশাদ ও খোরশেদকে। খোরশেদের ইনজুরি। আবাহনী নিশ্চিত করেছে জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়কে। নিশ্চিত করেছে রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিতুল, সোহানুর রহমান, মহরাব হোসেন, রোমান সরকার, নাইম, আমান শরিফ, মিমো, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হুজাইফাদের। গোলকিপার হিসাবে তারা নিয়েছে জাতীয় দলের বিপ্লব কুজুরকে। সূত্রে জানা গেছে, প্রিমিয়ার লিগের জন্য ইউরোপ থেকে বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছে আবাহনী। ২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি দিয়ে শুরু হবে নতুন মৌসুম। এর তিন দিন পর ক্লাব কাপ। এটা শেষ হলেই প্রিমিয়ার লিগের খেলা শুরু হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত