চ্যাম্পিয়ন পিডিবি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস ভলিবলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল বুধবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথম সেটে নৌবাহিনীর কাছে হেরে যায় তারা। পরের টানা তিন সেট জিতে ৩-১ সেটে শিরোপা নিজেদের করে নেয় পিডিবি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এদিকে তিতাস ক্লাবের সদস্য সচিব ফিরোজ কবিরের কথায়, ‘গত ৪০ বছর ধরেই ভলিবল খেলে আসছে তিতাস। এই প্রথম কোন টুর্নামেন্টে খেলতে পারিনি আমরা। এর কারণ খুব স্বল্প সময়ের মধ্যে আমরা টুর্নামেন্টের খবর জেনেছি। ছেলেদের কোনো ক্যাম্পও ছিল না। তাছাড়া স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক সংকটও কাটিয়ে উঠতে পারিনি। আগে থেকে জানলে হয়তো খেলতাম। যদিও ডিসেম্বরে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তখন খেলা হয়নি।’ তিনি যোগ করেন, ‘বিজয় দিবস খেলতে পারিনি, তবে স্বাধীনতা দিবস টুর্নামেন্টে খেলব।’