ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সবার আগে দলবদলে আবাহনী

সবার আগে দলবদলে আবাহনী

সপ্তাহের শেষ দিন। ব্যস্ততম শহর রাজধানী ঢাকা। এতদিন কোলাহলহীন ছিল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। সেই নীরবতা ভেঙে দিল হকির দলবদল। ফেডারেশনের দ্বিতীয় তলায় বেলুনের সারি। খানিকটা উৎসবমুখর পরিস্থিতি। সেই উৎসবের জোয়ারে গা ভাসাতে গতকাল বৃহস্পতিবার দলবদলের দ্বিতীয় দিনে প্রথম দল হিসেবে হাজির হল আবাহনীর খেলোয়াড়রা। জনা কয়েক সমর্থকের ‘আবাহনী’ আবাহনী’ ধ্বনির মধ্য দিয়ে দলবদল করলেন ফরহাদ আহমেদ শিতুলরা। প্রায় এক দশকের খরা ঘুচাতে চায় আবাহনী। সবশেষ ২০১৪ সালে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে যুগ্মভাবে শিরোপা জিতেছিল। এবার সেই আপেক্ষপ ঘুচাতে চায় তারা। তাইতো দেশি ১৫ জন খেলোয়াড়ের তালিকা ফেডারেশনে জমা দিয়েছে। এর মধ্যে ৬ জন আবাহনীতেই ছিলেন আগের মৌসুমে। বাকি নয় জনের মধ্যে মোহামেডান, বাংলাদেশ স্পোর্টিং, আজাদ, পুলিশ, মেরিনার্স, বিকেএসপি, অ্যাজাক্স থেকে একজন আর সোনালী ব্যাংক থেকে দুইজনকে দলে ভিড়িয়েছে। আবাহনীর স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের নয় খেলোয়াড়। দলবদলে এসে একদশকের শিরোপা খরা কাটানোর অঙ্গীকার ঝড়ল কোচ হেদায়েতুল ইসলামের কন্ঠে, ‘আমাদের এবারের দল বেশ ভারসাম্যপূর্ণ। ডিফেন্সে জাতীয় দলের অনেকেই রয়েছে। গত আসরে আমাদের যে ত্রুুটি ছিল, এবার সেগুলো কাটিয়ে দল গঠন করা হয়েছে। শিরোপা পুনরুদ্ধারে আমরা আশাবাদি।’ আবাহনীর ১৫ জনের দেশি খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি সময় আবাহনীতে খেলেছেন রোমান সরকার। তার কথা, ‘এবারের দলটি বিগত সময়েরগুলোর চেয়ে ভালো। এবার আমাদের মাঠে ভালো খেলার লক্ষ্য। মাঠে ভালো খেলেই ভালো ফলাফল করতে হবে।’ গত কয়েক বছরের হকির অন্যতম তারকা আশরাফুল। মোহামেডান থেকে তাকে আবার আবাহনী ফিরিয়ে এনেছে নিজেদের ডেরায়। এবার দল বদলে নিজের অনুভূতি জানালেন, ‘এর আগেও দু’বার আবাহনীতে খেলেছি। আবার ফিরলাম ঘরে। পেশাদার খেলোয়াড় হিসাবে এটা বেশ স্বাভাবিকই। যখন যে ক্লাবে সেই ক্লাবেক সফল করতে চাই।’ জানা গেছে, মোহামেডান থেকে আবাহনীতে আসা ডিফেন্ডার আশরাফুল সর্বোচ্চ ১০ লাখ টাকা সম্মানী পেয়েছেন। আবাহনীর স্কোয়াড : ফরহাদ আহমেদ শিতুল, রোমান সরকার, রেজাউল করিম বাবু, রাকিবুল হাসান, পুস্কর খিসা মিমো, মেহেদি হাসান, মেহরাব হোসেন সামিন, নাঈম উদ্দিন, আমান শরিফ (পুলিশ এসসি), মো. আবদুল্লাহ (আজাদ স্পোর্টিং), হুজায়ফা হোসেন (বিকেএসপি), আশরাফুল ইসলাম (মোহামেডান), বিপ্লব কুজুর (মেরিনার্স), সাজিবুর রহমান (বাংলাদেশ স্পোর্টিং) ও ওবায়দুল হোসেন জয় (অ্যাজাক্স)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত