ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভুটানকে উড়িয়ে দুর্দান্ত শুরু ভারতের

ভুটানকে উড়িয়ে দুর্দান্ত শুরু ভারতের

দারুন এক দল নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় এসেছে ভারত। যে দলে রয়েছে ইন্ডিয়ান উইমেন্স লিগ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ফুটবলার। গতকাল শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ভুটান। শক্তির বিচারে যাদের সঙ্গে ভারতের ব্যবধান আকাশ-পাতাল। মাঠের খেলায়ও তার প্রমাণ মিলল। ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে শুক্লা দত্তের শিষ্যরা। পূজার ৪ গোলের সঙ্গে হ্যাটট্রিক করেছেন শিবানী দেবী। এদিন ম্যাচের অষ্টম মিনিটে গোলের দেখা পায় ভারত। নেহার ক্রসে বল বক্সের ভেতরে থাকা প্রতিপক্ষের নিমা সেলডনের পিঠে লাগে। রক্ষণে কেউ বল বিপদমুক্ত করতে না পারার সুযোগে শিবানী ডানপায়ের ভলিতে গোল আনেন। ম্যাচের ১৯ মিনিটে নেহা বক্সের ভেতরে বল বাড়ান। রক্ষণের ভুল ও ভুটান গোলরক্ষক পেমা ইয়াংজম এগিয়ে আসলে পোস্ট ফাঁকা হয়ে যায়। ডানপায়ের ফিনিশিংয়ে শিবানী জোড়া গোলের দেখা পান। তিন মিনিট পর বাঁ-প্রান্তে ভয়ঙ্কর হয়ে ওঠা নেহার পাসে বল পেলেও ফাঁকা পোস্টের সামনে ফিনিশিং ব্যর্থতায় সুযোগ নষ্ট করেন পূজা। ২৬ মিনিটে পূজার ডানপায়ের দূরপাল্লার শট উপরের ক্রসবারে লেগে ফেরে। বক্সের ভেতরে ছয় মিনিট পর পূজা আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। কয়েক সেকেন্ড পরই অবশ্য সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদে করেন। ম্যাচের ৩৬ মিনিটে অধিনায়ক নিতু লিন্ডার লম্বা পাসে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন শিবানী। বিরতির পর ৫৩ মিনিটে নেহার বাঁ-পায়ের ক্রসে উড়ে আসা বলে হেডে নিশানাভেদ করেন সুলাঞ্জনা রাউল। ভুটান ৫৬ মিনিটে উল্লেখযোগ্য সুযোগ পায়। উগইয়েং লামহোর ডানপায়ের ভলি পোস্টের উপরের জালের বাইরে জড়ায়। একের পর এক আক্রমণ শানিয়ে ৫৮ মিনিটে ভারত ষষ্ঠ গোলের দেখা পায়। দ্বিতীয় গোলের দেখা পান পূজা। পরের মিনিটে পূজা ভুটানের জালে বল জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের ৬১ মিনিটে নেহার কর্নারে গোলরক্ষক বল ধরতে ব্যর্থ হন। বদলি খেলোয়াড় মেনাকা লোউরেমরাম তখন বল জালে জড়ালে ভুটান হজম করে দুই হালি গোল। পরে পূজার থেকে বল আদায় করে ৭৩ মিনিটে ডানপায়ে গোলের দেখা পান আরিনা দেবী। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পূজা সহজ লক্ষ্যভেদে চতুর্থ গোলের দেখা পান। ভারত পেয়ে যায় দশ গোলের বিশাল জয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত