সাকিব আর ক্রিকেটই খেলবেন না!

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। যিনি একজন বিশ্বখ্যাত অলরাউন্ডার। এক সময় আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটে শীর্ষে ছিলেন তিনি। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ও বিস্ময়কর ঘটনা। কিন্তু রেকর্ডের এই বরপুত্র সাম্প্রতিক সময়ে চোখের জটিলতায় ভুগছেন। কিছুতেই কমছে না তার চোখের জটিলতা। যুক্তরাষ্ট্র ও লন্ডন ঘুরে সবশেষ সিঙ্গাপুরে চোখের ডাক্তার দেখান তিনি। তাতেও খুব একটা সমস্যার সমাধান হয়নি। যে কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভীষণ অচেনা মনে হচ্ছে সাকিবকে। সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শুধু মাত্র বোলার হিসেবে খেলছেন তিনি। সুযোগ থাকার পরও ব্যাট করতে নামেন না। তবে এই সমস্যা যে স্থায়ী না সেটা নিশ্চিত করেছেন সাকিবের ঘনিষ্ঠ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে সাকিব এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলে বরাবরের মতো এবারও দায়িত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। নিজ দলের খেলোয়াড় না হলেও শুক্রবার ম্যাচ শেষে সাকিবের বিষয়ে কথা বলতে হয় সালাউদ্দিনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭২ রানে অলআউট করে ৭ উইকেটে জিতে আসার দিনে নিজ দলের বাইরের অনেক বিষয়ে কথা বলেন সালাউদ্দিন। তার কাছে সাকিবের চোখের সমস্যা ও ব্যাট করা নিয়ে প্রশ্ন যায়। সালাউদ্দিন মনে করেন ব্যাট করার আশা আছে বলেই ক্রিকেটটা খেলে যাচ্ছেন সাকিব, না হলে এখনি বাদ দিতেন, ‘সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’ গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশ্বকাপের পর আঙুলের চোটে ছিলেন খেলার বাইরে। সেইসঙ্গে ছিল নির্বাচনি ব্যস্ততা। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও এক ম্যাচ খেলার পরই দেখা যায় চোখের রেটিনার সমস্যা। বিপিএলের আগে লন্ডন ও এক ম্যাচ খেলে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান তিনি। মিশ্র কিছু পরামর্শে সতর্ক হয়ে খেলা চালিয়ে যাওয়া সাকিব কেবল বোলার হিসেবে খেলে যাচ্ছেন। তাকে ব্যাট করতে দেখা যাচ্ছে না। সাকিবের সঙ্গে নিয়মিত কথা হলেও ক্রিকেটীয় বিষয়ে কম কথাই হয় বলে জানান সালাউদ্দিন, ‘আমি আর সাকিব কথা বললে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সব সময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে, সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না।’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিব বাঁ চোখের সূক্ষ সমস্যায় ভুগছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি এমন একটি অবস্থা যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। যা দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিকেল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। তখনই চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। দেশে আসার পরও ঢাকাতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ ডাক্তার দেখান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে লন্ডনে গিয়েছিলেন সাকিব। ফিরে এসে একটি ম্যাচও খেলেন তিনি। খেলার সময় আবারও সমস্যা অনুভব করলে সিঙ্গাপুরে যান সাকিব।