সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

আফঈদা-সাগরিকাদের সামনে আজ ভারত

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাগরিকার জোড়া গোলে নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। শিরোপা অক্ষুণ্ণ রাখতে আরো বড় বাধা পেরুতে হবে আফঈদা, সাগরিকাদের। আজ স্বাগতিক মেয়েদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা প্রথম ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে। এমন তুখোড় প্রতিদ্বন্দ্বিদের হারানোর মিশন নিয়ে মাঠে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দিনের প্রথম ম্যাচে লড়বে ভুটান ও হিমালয় কন্যারা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় আসরেও শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশন নিয়ে এই আসর শুরু করেছে লাল সবুজের মেয়েরা। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছেন আফঈদা, সাগরিকারা। তবে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করতে হলে আজ ভারত বাধা টপকাতে হবে তাদের। প্রতিপক্ষ সেই ভারত, যারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। ওই ম্যাচে ভারতের পূজা হ্যাটট্রিকসহ চারটি এবং সিবানী দেবী হ্যাটট্রিক করেন। তাই ম্যাচে আফঈদাদের নিয়ন্ত্রণে রাখতে এই দুই ফরোয়ার্ডকে আটকে রেখে খেলতে হবে। তাহলেই সম্মানজক ফল পাবে বাংলাদেশ। এদিকে নেপাল ম্যাচের ব্যস্ততা থাকায় ভারত-ভুটান ম্যাচ পুরোপুরি দেখা হয়নি টিটুর। তবে তারও মনে হচ্ছে, ভারতের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে কাজ করতে হবে তাকে। ‘এখন গিয়ে আমি ওদের ম্যাচটি দেখব। তবে যতটুকু শুনেছি, স্কোরলাইন ১০-০, এটা অবশ্যই অনেক বড় বিষয়, নিশ্চয় ওদের ফিনিশিং ভালো। ওদের নাম্বার ৭ (পুজা) এবং ১১ (নেহা) শুনেছি দুইটা উইঙ্গার বেশ ভালো। নাম্বার ১০ (নিতু লিন্ড) ভালো। কাজ করতে হবে আমাদের।’ অবশ্য বাংলাদেশের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত বলে মনে করেন সাইফুল বারী টিটু। কখনও পোস্টের বাধায়, কখনওবা তাড়াহুড়ো করে সাগরিকা, পুজা দাসদের নেয়া শট খুঁজে পায়নি ঠিকানা। তবে, শেষ পর্যন্ত জয়ে শুরু পাওয়ার স্বস্তি টিটুর কণ্ঠে। ‘জেতাটা আসলেই জরুরি ছিল। প্রথম ম্যাচ জেতা মানে ফাইনালের পথে বড় একটা পদক্ষেপ। তবে, প্রত্যাশা অনুযায়ী কখনই খেলা হয় না। মেয়েরা অনেক চেষ্টা করেছে, আমার মনে হয় ওদের যা কিছু ছিল, তার সবটুকু দিয়েই চেষ্টা করেছে। শুরুতে যদি আমরা ওই গোলগুলো করতে পারতাম ওই গোলগুলো না হওয়া; বারে লাগা, সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে বিষয়গুলো অন্যরকম হতো।’ ২০২১ সালের ২২ ডিসেম্বর এই কমলাপুরে একই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। একমাত্র গোলটি করেন আনাই মগিনি। তার আগে ২০১৮ সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই একই টুর্নামেন্ট এবার শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে লাল সবুজের কন্যারা।