এবার সত্যিই রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপ্পে!

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সেই শৈশব থেকেই রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিও এই ফরাসি ফরওয়ার্ডকে উড়িয়ে আনতে তৎপর। তবে দুই পক্ষের মাঝে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবার সত্যিই রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ফরাসি তারকা। অবশ্য ২ বছর আগেও এমন খবর বেরিয়েছিল, যা পরে সত্য হয়নি। গুঞ্জন থাকলেও এমবাপ্পে পরে আর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাননি। তবে এবার গুঞ্জনের বোধহয় সমাপ্তি হতে চলেছে। গত শনিবার ফুটবল দুনিয়াকে এমন খবরই দিয়েছে ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বিশ্বকাপজয়ী এই সুপারস্টার। মৌসুম শেষে এজেন্ট ফ্রি হয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমাবেন তিনি। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি তিন পক্ষের কারোর কাছ থেকে। এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। চুক্তি নবায়নে অনেক দিন ধরেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্যারিসিয়ানরা। কিন্তু এমবাপ্পে গড়িমসি করছেন। এর মধ্যেই লা প্যারিসিয়ান বোমা ফাটাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে আগামী মৌসুমে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে রিয়াল মাদ্রিদ যোগ দেবেন।’ শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন- প্রতিটি দলবদলের সময়ই রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পেকে জড়িয়ে খবর বের হয়। তাতে বিব্রত হয় পিএসজি। এ নিয়ে কিছুদিন আগেও কথা বলেছেন ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি জাানান, প্যারিসেই সুখে আছেন এমবাপে। নতুন চুক্তির প্রক্রিয়া চলমান আছে। এমবাপ্পে অবশ্য বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রেখেছেন ভক্তদের। জল্পনা তাই থেকেই গেছে। এ বছর ফ্রান্সের মাটিতে বড় একটি টুর্নামেন্ট আছে। আগামী জুলাইয়ের শেষ দিকে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। ক্রীড়াঙ্গনের সবচেয় বড় মহাযজ্ঞটি এবার বসবে প্যারিস শহরে। এই প্রতিযোগিতায় ফ্রান্স ফুটবলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন এমবাপে। তার আগেই জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপ। দুটো প্রতিযোগিতায় অংশ নিতে চান এমবাপ্পে।