তাসকিনকে যত্নের সঙ্গে ব্যবহারের পরামর্শ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সব সংস্করণেই গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণে অন্যতম প্রধান ভরসা তাসকিন আহমেদ। তবে গেল ওয়ানডে বিশ্বকাপে নিজের শতভাগ উজার করে দিতে পারেননি এই তারকা পেসার। কারণ কাঁধের চোট নিয়ে বিশ্বকাপ মঞ্চে নেমেছিলেন তিনি। বিশ্বকাপের পর চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। পুরোপুরি সুস্থ হয়ে তাসকিন বিপিএল দিয়ে মাঠে ফেরেন। শতভাগ ফিটনেস নিয়ে মাঠে ফিরলেও ২২ গজে পুরোনো ছন্দে ফেরেনি। তাই লাল বলের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিতে চাইছেন এই গতিতারকা। এ নিয়ে নানা আলোচনায় সরব দেশের ক্রিকেট মহল। তবে তাসকিনের বিরতি চাওয়ায় অবাক হননি খালেদ মাহমুদ সুজন। বরং তার এখন যে বয়স, তাতে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় তার হয়েছে বলেই মনে করেন এই বিসিবি পরিচালক। সামনের দিনগুলোতে তাকে বেছে বেছে ম্যাচ খেলানোর পরামর্শও দিলেন বিপিএল দল দুর্দান্ত ঢাকার কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমানে দুর্দান্ত ঢাকার হয়ে খেলছেন তাসকিন। স্বাভাবিকভাবেই বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোযোগী এই পেসার। সামনে আবার এই সংস্করণে বিশ্বকাপও রয়েছে। তাই এখনও টেস্ট ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য বিরতির জন্য বিসিবি বরাবর আবেদন করেছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, বিপিএল শেষে তাসকিনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাকে বিশ্রাম দেয়া একরকম নিশ্চিত বলেই ইঙ্গিত দিয়েছেন জালাল ইউনুস। মূলত চোটপ্রবণ শরীরের কারণেই তাসকিনের এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে থেকেই চোটের সঙ্গে তার সখ্য। বাংলাদেশ দলে আসার পরও চোটের সঙ্গে নিয়মিত লড়তে হচ্ছে তাকে। সবশেষ গত ওয়ানডে বিশ্বকাপে তার কাঁধের পুরোনো চোট মাথাচাড়া দেয় আবার। বিশ্রাম নিয়ে, পরে পুনর্বাসন শেষ করে বিপিএল দিয়ে তিনি ফিরেছেন। বিপিএলে মাঠের ভেতরে-বাইরে তাসকিনকে কাছ থেকেই দেখছেন খালেদ মাহমুদ। গত রোববার মিরপুরে দুর্দান্ত ঢাকার অনুশীলন শেষে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ফাস্ট বোলারের চাওয়ার পেছনের কারণ তিনি অনুধাবন করতে পারছেন। ‘এটা তাসকিনের ব্যক্তিগত ব্যাপার। সে নিজেই সিদ্ধান্ত নেবে। যেহেতু তাসকিনের বয়সও হচ্ছে, এখন তো আর ২৫-২৬ বছর বয়স নয়। হয়তো সেটা চিন্তা করবে যে, কতটুকু পারবে সে।’ আর দুই মাস পর ২৯ বছর পূর্ণ হবে তাসকিনের। চোট তাকে পুরোপুরি ছেড়ে যায়নি সেভাবে কখনোই। এখন অনেকটা ফিট হলেও একটা মাত্রায় নিজেকে ‘ম্যানেজ’ করতে হয় তার নিয়মিতই। বিপিএলে খেলছেন সেভাবেই। ক্যারিয়ারজুড়েই হয়তো এটা করে যেতে হবে। তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বও মনে করিয়ে দিলেন খালেদ মাহমুদ। বিশেষ করে, এই বছরে যেহেতু বাংলাদেশের খেলা অনেক, তাই বেছে বেছে তাকে খেলানোর পরামর্শ দিলেন তিনি। ‘তাসকিনকে এখন যত্নে সামলাতে হবে। কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচ আছে, অনেক খেলা আছে। ওকে এখন সাবধানতায় সামলানোই সবচেয়ে ভালো হবে।’ তাসকিনকে গুরুত্বপূর্ণ সিরিজে রাখার কথা জানিয়ে সুজন আরও বলেন, ‘যেমন ওকে যেখানে প্রয়োজন নেই, নতুন একটা ছেলেকে আমরা পরখ করতে পারি, সেখানে তাসকিনকে না খেলানোই ভালো। গুরুত্বপূর্ণ সিরিজ বা বিশ্বকাপের মতো বড় আসর, এসব জায়গায় যেন আমরা ফিট তাসকিনকে পাই। তাসকিন থাকলে হয়তো অনেক ম্যাচই জিততে সহায়তা করবে।’ এবারের বিপিএলে অবশ্য এখনও পর্যন্ত খালেদ মাহমুদের কোচিংয়ে দুর্দান্ত ঢাকার ৫ ম্যাচের সবকটিতে খেলতে দেখা গেছে তাসকিনকে।