কোচ শিলার অভিষেক!

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথমবার কোচ হিসাবে দল নিয়ে ভারতে গেলেন স্বর্ণজয়ী সাবেক সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ভারতের দিল্লিতে ৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে বিমসটেক জুনিয়র ওয়াটার স্পোর্টস প্রতিযোগিতা। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে ১৯ জনের প্রতিনিধি দল নিয়ে গতকাল সোমবার সকালে ভারতের দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন শিলা। কোচ হিসাবে ক্যারিয়ার শুরু করা শিলা এবারই প্রথম দেশের বাইরে দল নিয়ে গেলেন। নতুন অভিষেক নিয়ে শিলার কথা, ‘অনেকবার বিদেশে গেলেও এবারের অনুভূতি ভিন্ন। কোচ হিসাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। খেলোয়াড় হিসেবে যেমন পদক জিতেছি, লক্ষ্য থাকবে কোচ হিসেবেও পদক জয়ের।’ বছর দুয়েক আগে খেলোয়াড় কাম কোচ ছিলেন বাংলাদেশ নৌবাহিনী সাঁতার দলের। এরপর খেলা পুরোপুরি ছেড়ে কোচ হন শিলা। শিলার সঙ্গে দিল্লি গেছেন তার স্বামী আরেক স্বর্ণজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি। তিনি টেকনিক্যাল অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন। শিলার সঙ্গে এই সফরে আছেন আরেক কোচ তরিকুল। তিনি ডাইভিং দলের কোচের দায়িত্বে।